সিটি ইউনিভার্সিটিতে ই-লার্নিং অনলাইন সেমিনার

সিটি ইউনিভার্সিটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে গত ২৩ জুন ‘ই-লার্নিং’ বিষয়ক ওয়েবিনার (অনলাইন সেমিনার) জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ওয়েবিনারটি পরিচালনা করেন আইকিউএসি এডিশনাল ডিরেক্টর ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. সাফায়েত হোসেন। ওয়ার্কশপে স্বাগত বক্তব্য প্রদান করেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মুস্তাফিজুর রহমান। সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণসহ সিটি ইউনিভার্সিটির ১০টি বিভাগের ১০০ জন শিক্ষক জুম প্ল্যাটফর্মে অনলাইনে সেমিনারটিতে উপস্থিত ছিলেন। সেমিনারটিতে (ওয়েবিনার) জাপানের কেজেএস ই-লার্নিং প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও সিইও স্যুগুনোবু ওজিনো জাপানের মিয়াজাকি থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে উল্লেখ করেন কীভাবে কেজেএস সংস্থা তাদের থিংকবোর্ড সফটওয়্যার ব্যবহার করে বাংলাদেশে ই-লার্নিং প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। অনুষ্ঠানে কেজেএস টিমের সদস্যরা কোর্স প্রণয়ন, ভার্চুয়াল লাইভ ক্লাসরুম তৈরি ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যপদ্ধতি প্রদর্শন করেন। এ সময় কোভিড-১৯ মহামারী চলাকালীন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েব ভিত্তিক অনলাইন শিক্ষা (ই-লার্নিং) কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২৮ জুন ২০২০ , ১৪ আষাঢ় ১৪২৭, ৬ জিলকদ ১৪৪১

সিটি ইউনিভার্সিটিতে ই-লার্নিং অনলাইন সেমিনার

সিটি ইউনিভার্সিটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে গত ২৩ জুন ‘ই-লার্নিং’ বিষয়ক ওয়েবিনার (অনলাইন সেমিনার) জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ওয়েবিনারটি পরিচালনা করেন আইকিউএসি এডিশনাল ডিরেক্টর ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. সাফায়েত হোসেন। ওয়ার্কশপে স্বাগত বক্তব্য প্রদান করেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মুস্তাফিজুর রহমান। সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণসহ সিটি ইউনিভার্সিটির ১০টি বিভাগের ১০০ জন শিক্ষক জুম প্ল্যাটফর্মে অনলাইনে সেমিনারটিতে উপস্থিত ছিলেন। সেমিনারটিতে (ওয়েবিনার) জাপানের কেজেএস ই-লার্নিং প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও সিইও স্যুগুনোবু ওজিনো জাপানের মিয়াজাকি থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে উল্লেখ করেন কীভাবে কেজেএস সংস্থা তাদের থিংকবোর্ড সফটওয়্যার ব্যবহার করে বাংলাদেশে ই-লার্নিং প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। অনুষ্ঠানে কেজেএস টিমের সদস্যরা কোর্স প্রণয়ন, ভার্চুয়াল লাইভ ক্লাসরুম তৈরি ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যপদ্ধতি প্রদর্শন করেন। এ সময় কোভিড-১৯ মহামারী চলাকালীন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েব ভিত্তিক অনলাইন শিক্ষা (ই-লার্নিং) কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।