বাংলাদেশ ও চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের যুক্ত করেছে হুয়াওয়ে প্রযুক্তি

সম্প্রতি বাংলাদেশের সফর করা চীনা মেডিকেল দল বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, দায়িত্বপ্রাপ্ত হাসপাতাল এবং জাতিসংঘের সংশ্লিষ্ট একাধিক সংস্থার সঙ্গে ১২টি ভিডিও কনফারেন্স করেছে। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের টেলিপ্রেজেন্স মিটিং রুম ব্যবহার করে এসব ভিডিও কনফারেন্স সম্পন্ন হয়েছে। উইলিংক ভিডিও কনফারেন্স সিস্টেমের মাধ্যমে অংশগ্রহণকারী সকল পক্ষের মধ্যে সংযোগ স্থাপনের এই কাজটি করেছে হুয়াওয়ে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন বলেন, “সাম্প্রতিক সময়ে সারাবিশ্বেই কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের অবস্থাও প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে। কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করছে চীনা মেডিকেল দল। আর এ উদ্যোগে সহায়তার অংশ হিসেবে দলটিকে যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদান করতে পেরে আমরা বেশ আনন্দিত। প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এ লড়াইয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই।” সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২৮ জুন ২০২০ , ১৪ আষাঢ় ১৪২৭, ৬ জিলকদ ১৪৪১

বাংলাদেশ ও চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের যুক্ত করেছে হুয়াওয়ে প্রযুক্তি

image

সম্প্রতি বাংলাদেশের সফর করা চীনা মেডিকেল দল বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, দায়িত্বপ্রাপ্ত হাসপাতাল এবং জাতিসংঘের সংশ্লিষ্ট একাধিক সংস্থার সঙ্গে ১২টি ভিডিও কনফারেন্স করেছে। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের টেলিপ্রেজেন্স মিটিং রুম ব্যবহার করে এসব ভিডিও কনফারেন্স সম্পন্ন হয়েছে। উইলিংক ভিডিও কনফারেন্স সিস্টেমের মাধ্যমে অংশগ্রহণকারী সকল পক্ষের মধ্যে সংযোগ স্থাপনের এই কাজটি করেছে হুয়াওয়ে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন বলেন, “সাম্প্রতিক সময়ে সারাবিশ্বেই কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের অবস্থাও প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে। কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করছে চীনা মেডিকেল দল। আর এ উদ্যোগে সহায়তার অংশ হিসেবে দলটিকে যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদান করতে পেরে আমরা বেশ আনন্দিত। প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এ লড়াইয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই।” সংবাদ বিজ্ঞপ্তি।