এনটিভিতে আজ একক নাটক ‘রাজা-রানী’

এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘রাজা রানী’। রূপক বিন রউফ ও তানিন রহমানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ। নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, মেহজাবিন, শেলী আহসান, তৌফিক ঈমন, ইতি প্রমূখ। ‘বাসর রাত। তনুকা বউ সেজে বসে আছে। মেঘ সামনে বসে অবাক দৃষ্টিতে তনুকাকে দেখছে। দু’জনের অপলক দৃষ্টি। নববধূর রূপের মোহ খুব বেশিক্ষণ স্তব্ধ থাকতে দিল না মেঘকে। তনুকাকে ছুঁতে গেলেই সে চিৎকার দিয়ে উঠে, খবরদার ছোঁবে না আমাকে। ছেলেদের আমার খুব চেনা আছে। নারীদের অসহায়ত্বের সুযোগ তোমরা নিতে ভুল করো না। তোমাদের কি মনে হয় নারীরা পুরুষের হাতের খেলনা? মেঘ প্রশ্ন করে, পাঁচ বছরের সম্পর্কের পর কি বলছ এসব? তনুকার স্পষ্ট জবাব, কৗশল করে তোমাকে বিয়ে করেছি প্রতিশোধের জন্য।’

শনিবার, ০৮ আগস্ট ২০২০ , ১৭ জিলহজ ১৪৪১, ২৪ শ্রাবণ ১৪২৭

এনটিভিতে আজ একক নাটক ‘রাজা-রানী’

বিনোদন প্রতিবেদক |

image

এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘রাজা রানী’। রূপক বিন রউফ ও তানিন রহমানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ। নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, মেহজাবিন, শেলী আহসান, তৌফিক ঈমন, ইতি প্রমূখ। ‘বাসর রাত। তনুকা বউ সেজে বসে আছে। মেঘ সামনে বসে অবাক দৃষ্টিতে তনুকাকে দেখছে। দু’জনের অপলক দৃষ্টি। নববধূর রূপের মোহ খুব বেশিক্ষণ স্তব্ধ থাকতে দিল না মেঘকে। তনুকাকে ছুঁতে গেলেই সে চিৎকার দিয়ে উঠে, খবরদার ছোঁবে না আমাকে। ছেলেদের আমার খুব চেনা আছে। নারীদের অসহায়ত্বের সুযোগ তোমরা নিতে ভুল করো না। তোমাদের কি মনে হয় নারীরা পুরুষের হাতের খেলনা? মেঘ প্রশ্ন করে, পাঁচ বছরের সম্পর্কের পর কি বলছ এসব? তনুকার স্পষ্ট জবাব, কৗশল করে তোমাকে বিয়ে করেছি প্রতিশোধের জন্য।’