প্রেক্ষাগৃহ খুলে দেয়ার দাবি জানিয়েছে স্টার সিনেপ্লেক্স

একে এক দেশে সিনেমা হল বন্ধ হতে হতে এখন গুটিকয়েক টিকে আছে। করোনা পরিস্থিতিতে মাসের পর মাস বন্ধ সংকটে পড়ে সেগুলোরও এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। করোনা পরিস্থিতিতে সংকটে পড়েছে জনপ্রিয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সও। হল বন্ধ থাকলেও মাসের পর মাস সিনেমা হলের ভাড়া দিতে হচ্ছে মালিককে। তাই সিনেমা হল মালিকরা যে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন, সে প্রেক্ষিতে ৭টি দাবি উপস্থাপন করেছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। বুধবার (১২ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সরকারের কাছে ৫টি দাবি উপস্থাপন করেন। এছাড়া আরও দুটি বিশেষ দাবিসহ মোট ৭টি দাবি তুলে ধরেছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তিতে মাহবুব রহমান রুহেল উপস্থাপিত দাবিগুলো হলো- ১. নগরবাসীর বিনোদনের জন্য স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে সিনেমা হলগুলো খুলে দেয়া, ২. জরুরি আর্থিক সহায়তা কিংবা প্রণোদনা তহবিল ঘোষণা, ৩. সিনেমা হলের টিকিটের ওপর সব ধরনের মূসক ও কর মওকুফের সুযোগ প্রদান, ৪. সুদবিহীন ঋণ প্রদানের অনুমোদন, ৫. উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র শর্তহীনভাবে আমদানির অনুমতি প্রদান।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও দুটি বিশেষ দাবি উপস্থাপন করা হয়। এই করোনাকালীন সময়ে শপিংমল কর্তৃপক্ষের কাছে ভাড়া মওকুফ করা ও অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্ধেক ভাড়া নেয়ার অনুরোধ করেন রুহেল। সবশেষে প্রযোজক সমিতির কাছে অনুরোধ করে তিনি বলেন, সেন্সর পাওয়া সিনেমাগুলো মুক্তি দেয়ার ব্যবস্থা করতে হবে। শুধু সিনেমা হল খুললেই হবে না নতুন সিনেমা মুক্তি না পেলে দর্শক হলে আসবে না। রুহেল আরও বলেন, আধুনিক মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম চালিয়ে যাওয়ার চমৎকার উদাহরণ হতে পারে। নির্ধারিত আসনের জন্য অল্পসংখ্যক লোক টিকেটের বিনিময়ে সিনেমা দেখে। অন্যান্য জনবহুল স্থানের তুলনায় এখানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানুষের বিনোদনের সুযোগ করে দেয়া সম্ভব বলে আমরা মনে করি।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ , ২৩ জিলহজ ১৪৪১, ৩০ শ্রাবণ ১৪২৭

প্রেক্ষাগৃহ খুলে দেয়ার দাবি জানিয়েছে স্টার সিনেপ্লেক্স

বিনোদন প্রতিবেদক |

image

একে এক দেশে সিনেমা হল বন্ধ হতে হতে এখন গুটিকয়েক টিকে আছে। করোনা পরিস্থিতিতে মাসের পর মাস বন্ধ সংকটে পড়ে সেগুলোরও এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। করোনা পরিস্থিতিতে সংকটে পড়েছে জনপ্রিয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সও। হল বন্ধ থাকলেও মাসের পর মাস সিনেমা হলের ভাড়া দিতে হচ্ছে মালিককে। তাই সিনেমা হল মালিকরা যে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন, সে প্রেক্ষিতে ৭টি দাবি উপস্থাপন করেছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। বুধবার (১২ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সরকারের কাছে ৫টি দাবি উপস্থাপন করেন। এছাড়া আরও দুটি বিশেষ দাবিসহ মোট ৭টি দাবি তুলে ধরেছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তিতে মাহবুব রহমান রুহেল উপস্থাপিত দাবিগুলো হলো- ১. নগরবাসীর বিনোদনের জন্য স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে সিনেমা হলগুলো খুলে দেয়া, ২. জরুরি আর্থিক সহায়তা কিংবা প্রণোদনা তহবিল ঘোষণা, ৩. সিনেমা হলের টিকিটের ওপর সব ধরনের মূসক ও কর মওকুফের সুযোগ প্রদান, ৪. সুদবিহীন ঋণ প্রদানের অনুমোদন, ৫. উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র শর্তহীনভাবে আমদানির অনুমতি প্রদান।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও দুটি বিশেষ দাবি উপস্থাপন করা হয়। এই করোনাকালীন সময়ে শপিংমল কর্তৃপক্ষের কাছে ভাড়া মওকুফ করা ও অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্ধেক ভাড়া নেয়ার অনুরোধ করেন রুহেল। সবশেষে প্রযোজক সমিতির কাছে অনুরোধ করে তিনি বলেন, সেন্সর পাওয়া সিনেমাগুলো মুক্তি দেয়ার ব্যবস্থা করতে হবে। শুধু সিনেমা হল খুললেই হবে না নতুন সিনেমা মুক্তি না পেলে দর্শক হলে আসবে না। রুহেল আরও বলেন, আধুনিক মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম চালিয়ে যাওয়ার চমৎকার উদাহরণ হতে পারে। নির্ধারিত আসনের জন্য অল্পসংখ্যক লোক টিকেটের বিনিময়ে সিনেমা দেখে। অন্যান্য জনবহুল স্থানের তুলনায় এখানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানুষের বিনোদনের সুযোগ করে দেয়া সম্ভব বলে আমরা মনে করি।