শুটিংয়ে ফিরছে ‘অপারেশন সুন্দরবন’

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের তৃতীয় সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এর শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে, খুলনায় ও সুন্দরবনে। এরপর দুই ধাপে প্রায় ৩২ দিন শুটিং হয় ছবিটির। কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যে গত ১১ মার্চ মংলার জয়মনি এলাকায় দৃশ্যধারণের মাধ্যমে জানানো হয়েছিল আর মাত্র দিন চারেক কাজ করলেই ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং শেষ। এরপর কেটে গেছে দীর্ঘ ৫ মাস। করোনাকালের কারণে পরিচালক দীপংকর দীপন শুটিং ইউনিট নিয়ে নামতে পারেননি মাঠে। অবশেষে শুটিংয়ে ফিরছেন তারা। পরিচালক দীপন জানালেন, অক্টোবরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে চারদিন বাকি কাজ করবেন। এরপর প্যাচওয়াকের কাজ করবেন। সেগুলো হলেই ছবির পুরো কাজ সম্পন্ন হবে। এবং অক্টোবরেই ছবিটি মাঠ থেকে সম্পাদনার টেবিলে চলে আসবে।’

সিনেমার কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, সামিনা বাশার ও দিপু ইমাম। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত এই ছবির শুটিংয়ে প্রায় ১০০ জন অভিনয়শিল্পী অংশ নিয়েছেন। এরমধ্যে ৩০ জন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য। আর ছবির পেছনে কাজ করছেন ১ হাজার ৩০০ জন কুশলী। শুটিংয়ে ব্যবহার করা হয়েছে দুটি বড় জলজাহাজ, সাতটি স্পিডবোট, ছয়টি লঞ্চ, দুটি হেলিকপ্টারসহ আরও অনেক কিছু।

শনিবার, ১৫ আগস্ট ২০২০ , ২৪ জিলহজ ১৪৪১, ৩১ শ্রাবণ ১৪২৭

শুটিংয়ে ফিরছে ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন প্রতিবেদক |

image

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের তৃতীয় সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এর শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে, খুলনায় ও সুন্দরবনে। এরপর দুই ধাপে প্রায় ৩২ দিন শুটিং হয় ছবিটির। কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যে গত ১১ মার্চ মংলার জয়মনি এলাকায় দৃশ্যধারণের মাধ্যমে জানানো হয়েছিল আর মাত্র দিন চারেক কাজ করলেই ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং শেষ। এরপর কেটে গেছে দীর্ঘ ৫ মাস। করোনাকালের কারণে পরিচালক দীপংকর দীপন শুটিং ইউনিট নিয়ে নামতে পারেননি মাঠে। অবশেষে শুটিংয়ে ফিরছেন তারা। পরিচালক দীপন জানালেন, অক্টোবরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে চারদিন বাকি কাজ করবেন। এরপর প্যাচওয়াকের কাজ করবেন। সেগুলো হলেই ছবির পুরো কাজ সম্পন্ন হবে। এবং অক্টোবরেই ছবিটি মাঠ থেকে সম্পাদনার টেবিলে চলে আসবে।’

সিনেমার কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, সামিনা বাশার ও দিপু ইমাম। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত এই ছবির শুটিংয়ে প্রায় ১০০ জন অভিনয়শিল্পী অংশ নিয়েছেন। এরমধ্যে ৩০ জন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য। আর ছবির পেছনে কাজ করছেন ১ হাজার ৩০০ জন কুশলী। শুটিংয়ে ব্যবহার করা হয়েছে দুটি বড় জলজাহাজ, সাতটি স্পিডবোট, ছয়টি লঞ্চ, দুটি হেলিকপ্টারসহ আরও অনেক কিছু।