‘তোরে কত ভালোবাসি’র অপেক্ষায় হিমু

গেলো দুই ঈদে বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয় মুখ হোমায়রা হিমু। তারমধ্যে আলোচনায় এসেছে আরটিভিতে প্রচারিত সাত পর্বের ধারাবাহিক নাটক অরণ্য আনোয়ার পরিচালিত ‘চান্দের বুড়ি নোয়াখাইল্যা’, একুশে টিভিতে প্রচারিত আল হারুনের ‘ইষ্টিকুটুম’ ও বিটিভিতে প্রচারিত আউয়াল চৌধুরী পরিচালিত ‘মুনিয়া এসেছিল’। তবে হোমায়রা হিমু মূলত অপেক্ষা করছেন এখন দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তির। কারণ দীর্ঘ ছয় বছর পর হিমু নতুন কোন সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘সিনেমাটিতে আমার চরিত্রে চমক আছে। আর শ্রদ্ধেয় দেওয়ান নাজমুল ভাই একজন গুণী নির্মাতা। যে কারণে তার নির্দেশনায় কাজ করেও ভীষণ ভালো লেগেছে। অনেক গুছিয়ে তিনি অনেক যতœ নিয়ে কাজ করেছেন। দেওয়ান নাজমুল ভাইয়ের সবচেয়ে বড় গুণ হলো তিনি শিল্পীকে অনেক সম্মান দিয়ে কাজ আদায় করে নেন, এটা অনেক বেশি ভালো লেগেছে আমার। তোরে কতো ভালোবাসি সিনেমাটির মুক্তির অপেক্ষায় আছি আমি। জানি না কবে সবকিছু স্বাভাবিক হবে। সবকিছু স্বাভাবিক হলেই যেন সিনেমাটি দ্রুত মুক্তির উদ্যোগ নেয়া হয়।’ সর্বশেষ হিমু নায়ক ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ সিনেমায় অভিনয় করেন ২০১৪ সালে। হিমুকে সর্বশেষ ২০০৮ সালে মঞ্চে দেখা গেছে। জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় তিনি ‘খাঁচার ভেতর অচীন পাখি’ নাটকে অভিনয় করেছিলেন। হিমু এখন পর্যন্ত একটিমাত্র নাটকই প্রযোজনা করেছেন। নাটকটি হলো ‘ভালোবাসি অথবা বাসি ভালো’।

শনিবার, ১৫ আগস্ট ২০২০ , ২৪ জিলহজ ১৪৪১, ৩১ শ্রাবণ ১৪২৭

‘তোরে কত ভালোবাসি’র অপেক্ষায় হিমু

ক্রীড়া বার্তা পরিবেশক |

image

গেলো দুই ঈদে বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয় মুখ হোমায়রা হিমু। তারমধ্যে আলোচনায় এসেছে আরটিভিতে প্রচারিত সাত পর্বের ধারাবাহিক নাটক অরণ্য আনোয়ার পরিচালিত ‘চান্দের বুড়ি নোয়াখাইল্যা’, একুশে টিভিতে প্রচারিত আল হারুনের ‘ইষ্টিকুটুম’ ও বিটিভিতে প্রচারিত আউয়াল চৌধুরী পরিচালিত ‘মুনিয়া এসেছিল’। তবে হোমায়রা হিমু মূলত অপেক্ষা করছেন এখন দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তির। কারণ দীর্ঘ ছয় বছর পর হিমু নতুন কোন সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘সিনেমাটিতে আমার চরিত্রে চমক আছে। আর শ্রদ্ধেয় দেওয়ান নাজমুল ভাই একজন গুণী নির্মাতা। যে কারণে তার নির্দেশনায় কাজ করেও ভীষণ ভালো লেগেছে। অনেক গুছিয়ে তিনি অনেক যতœ নিয়ে কাজ করেছেন। দেওয়ান নাজমুল ভাইয়ের সবচেয়ে বড় গুণ হলো তিনি শিল্পীকে অনেক সম্মান দিয়ে কাজ আদায় করে নেন, এটা অনেক বেশি ভালো লেগেছে আমার। তোরে কতো ভালোবাসি সিনেমাটির মুক্তির অপেক্ষায় আছি আমি। জানি না কবে সবকিছু স্বাভাবিক হবে। সবকিছু স্বাভাবিক হলেই যেন সিনেমাটি দ্রুত মুক্তির উদ্যোগ নেয়া হয়।’ সর্বশেষ হিমু নায়ক ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ সিনেমায় অভিনয় করেন ২০১৪ সালে। হিমুকে সর্বশেষ ২০০৮ সালে মঞ্চে দেখা গেছে। জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় তিনি ‘খাঁচার ভেতর অচীন পাখি’ নাটকে অভিনয় করেছিলেন। হিমু এখন পর্যন্ত একটিমাত্র নাটকই প্রযোজনা করেছেন। নাটকটি হলো ‘ভালোবাসি অথবা বাসি ভালো’।