ফিল্ম আর্কাইভে চলছে স্থিরচিত্র প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আয়োজন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

জানা গেছে, প্রদর্শনীতে জাতির পিতার কর্মময় জীবনের ১০১টি স্থিরচিত্র স্থান পায়। ফিল্ম আর্কাইভ ভবনের দোতালায় প্রদর্শনীটি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে সবার জন্য উম্মুক্ত থাকবে।

এ ব্যাপােের ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল করীম আজকালের খবরকে বলেন, এবার আমাদের আয়োজনের পরিকল্পনা ছিলো অনেক কিছু। কিন্তু করোনার প্রকোপে আয়োজন কমাতে হয়েছে। বেশকিছু দুর্লভ স্থিরচিত্র এখানে প্রদর্শিত হচ্ছে। অনেক ইতিহাস সন্ধিৎসুদের প্রদর্শনীটি বেশ সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করি।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ , ২৭ জিলহজ ১৪৪১, ০৩ ভাদ্র ১৪২৭

ফিল্ম আর্কাইভে চলছে স্থিরচিত্র প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আয়োজন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

জানা গেছে, প্রদর্শনীতে জাতির পিতার কর্মময় জীবনের ১০১টি স্থিরচিত্র স্থান পায়। ফিল্ম আর্কাইভ ভবনের দোতালায় প্রদর্শনীটি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে সবার জন্য উম্মুক্ত থাকবে।

এ ব্যাপােের ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল করীম আজকালের খবরকে বলেন, এবার আমাদের আয়োজনের পরিকল্পনা ছিলো অনেক কিছু। কিন্তু করোনার প্রকোপে আয়োজন কমাতে হয়েছে। বেশকিছু দুর্লভ স্থিরচিত্র এখানে প্রদর্শিত হচ্ছে। অনেক ইতিহাস সন্ধিৎসুদের প্রদর্শনীটি বেশ সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করি।