দশমিনায় ধান বীজ রোপণ নিয়ে সংঘর্ষ : আহত ৭

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামে পৈত্রিক সম্পত্তিতে গত বৃহস্পতিবার ধান রোপা নিয়ে বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

দীর্ঘদিন পর এলাকার কতিপয় প্রভাবশালী মহলের উস্কানিতে আ. ছালাম মৃত্যু ওয়হিদের পুত্র দাবি করে জমির ভোগ দখল নিতে গেলে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হয় নাসরিনের মেয়ে রেখা বেগম এবং ছেলে মো. আরিফ হোসেন। আরিফ ৯৯৯ এ ফোনের সহায়তায় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করেন।

আহত সকলেই দশমিনা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা মেডিকেল অফিসার ডা. অহিদুল ইসলাম শিফাত জানান, মোসা. নাসরিন গুরুতর জখম হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ , ১৫ মহররম ১৪৪২, ১৯ ভাদ্র ১৪২৭

দশমিনায় ধান বীজ রোপণ নিয়ে সংঘর্ষ : আহত ৭

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামে পৈত্রিক সম্পত্তিতে গত বৃহস্পতিবার ধান রোপা নিয়ে বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

দীর্ঘদিন পর এলাকার কতিপয় প্রভাবশালী মহলের উস্কানিতে আ. ছালাম মৃত্যু ওয়হিদের পুত্র দাবি করে জমির ভোগ দখল নিতে গেলে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হয় নাসরিনের মেয়ে রেখা বেগম এবং ছেলে মো. আরিফ হোসেন। আরিফ ৯৯৯ এ ফোনের সহায়তায় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করেন।

আহত সকলেই দশমিনা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা মেডিকেল অফিসার ডা. অহিদুল ইসলাম শিফাত জানান, মোসা. নাসরিন গুরুতর জখম হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।