যুক্তরাষ্ট্রে ‘টিকটক’ ও ‘উই চ্যাট’ বন্ধ ঘোষণায় তীব্র নিন্দা চীনের

গত শুক্রবার জনপ্রিয় চীনা অ্যাপ টিকটক ও উইচ্যাট বন্ধ ঘোষণা করে মার্কিন প্রশাসন। জাতীয় নিরাপত্তা ও বেইজিংয়ের সঙ্গে ডিজিটাল প্রযুক্তির লড়াই হ্রাস করার কারণ দর্শিয়ে যুক্তরাষ্ট্র এ উদ্যাগ নেয়। এর তীব্র নিন্দা জানিয়ে সমালোচনা করে চীন। দ্য গার্ডিয়ান।

গতকাল চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্ত অযথা হয়রানি। ওয়াশিংটনের এ ধরনের সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

তার আগে, গত আগস্টে বিভিন্ন অ্যাপের আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এসব অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, টিকটক অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে জনপ্রিয়তা পেয়েছে। এর স্বত্ত্বাধিকারী বাইটড্যান্সের বয়সও মাত্র আট বছর। ২০১৭ সালে ভিডিয়ো শেয়ারিং অ্যাপ মিউজিকেলি কিনে নেয় বাইটড্যান্স। এরপর তিন বছরেরও কম সময়ের মধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সর্বমোট ২ বিলিয়নেরও বেশি সংখ্যক বার ডাউনলোড হয়েছে। অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপ হচ্ছে টিকটক। চীনা কোম্পানি হলেও চীনে টিকটকের কোনো অস্তিত্ব নেই। চীনা কমিউনিস্ট পার্টির কঠোর সেন্সর নীতি থাকার কারণে চীনের অভ্যন্তরে ভিন্ন নেটওয়ার্কের টিকটক ব্যবহার করা হয়। চীনা অ্যাপটির নাম ডউয়িন।

বর্তমানে বিশ্বে ৮০ কোটিরও বেশি টিকটকের সক্রিয় ব্যবহারকারী রয়েছে। যুক্তরাষ্ট্রে এটি ১৭৫ মিলিয়নেরও বেশি সংখ্যক বার ডাউনলোড করা হয়েছে। কিশোর-কিশোরীদের কাছে এটি খুবই জনপ্রিয় মাধ্যম। বর্তমানে তারকারাও অনেকে ব্যবহার করছেন এই অ্যাপটি।

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ , ৩০ মহররম ১৪৪২, ০২ আশ্বিন ১৪২৭

যুক্তরাষ্ট্রে ‘টিকটক’ ও ‘উই চ্যাট’ বন্ধ ঘোষণায় তীব্র নিন্দা চীনের

image

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৭৫ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে টিকটক -দ্য গার্ডিয়ান

গত শুক্রবার জনপ্রিয় চীনা অ্যাপ টিকটক ও উইচ্যাট বন্ধ ঘোষণা করে মার্কিন প্রশাসন। জাতীয় নিরাপত্তা ও বেইজিংয়ের সঙ্গে ডিজিটাল প্রযুক্তির লড়াই হ্রাস করার কারণ দর্শিয়ে যুক্তরাষ্ট্র এ উদ্যাগ নেয়। এর তীব্র নিন্দা জানিয়ে সমালোচনা করে চীন। দ্য গার্ডিয়ান।

গতকাল চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্ত অযথা হয়রানি। ওয়াশিংটনের এ ধরনের সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

তার আগে, গত আগস্টে বিভিন্ন অ্যাপের আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এসব অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, টিকটক অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে জনপ্রিয়তা পেয়েছে। এর স্বত্ত্বাধিকারী বাইটড্যান্সের বয়সও মাত্র আট বছর। ২০১৭ সালে ভিডিয়ো শেয়ারিং অ্যাপ মিউজিকেলি কিনে নেয় বাইটড্যান্স। এরপর তিন বছরেরও কম সময়ের মধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সর্বমোট ২ বিলিয়নেরও বেশি সংখ্যক বার ডাউনলোড হয়েছে। অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপ হচ্ছে টিকটক। চীনা কোম্পানি হলেও চীনে টিকটকের কোনো অস্তিত্ব নেই। চীনা কমিউনিস্ট পার্টির কঠোর সেন্সর নীতি থাকার কারণে চীনের অভ্যন্তরে ভিন্ন নেটওয়ার্কের টিকটক ব্যবহার করা হয়। চীনা অ্যাপটির নাম ডউয়িন।

বর্তমানে বিশ্বে ৮০ কোটিরও বেশি টিকটকের সক্রিয় ব্যবহারকারী রয়েছে। যুক্তরাষ্ট্রে এটি ১৭৫ মিলিয়নেরও বেশি সংখ্যক বার ডাউনলোড করা হয়েছে। কিশোর-কিশোরীদের কাছে এটি খুবই জনপ্রিয় মাধ্যম। বর্তমানে তারকারাও অনেকে ব্যবহার করছেন এই অ্যাপটি।