খোলা জলকপাটে জল ঢুকে নিমজ্জিত ২ হাজার বিঘা আমন

পাউবোর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

নওগাঁর বদলগাছীতে জলকপাট দিয়ে মাঠে নদীর পানি ডুকে অসময়ে কপাল পুড়ল শতশত কৃষকের। আকাশের বৃষ্টি নেই তারপরেও নদীর পনি ঢুকে বিলাশবাড়ী ইউনিয়ন মাঠে প্রায় ২ হাজার বিঘা জমির রোপা আমন ধান নিমজ্জিত হয়ে গেছে। এলাকার কৃষকদের অভিযোগ নওগাঁ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকার প্রায় দুই হাজার বিঘা জমির ধান নিমজ্জিত হয়েছে।

তথ্য সংগ্রহকালে বারফালা গ্রামের লতিফুল ইসলাম ও সাহেব আলী জানান, আকাশের বৃষ্টি না হলে ও উজান থেকে পানি নেমে এসে হঠাৎ কয়েক দিনের ব্যবধানে তুলশীগঙ্গা ও ছোট যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পায়। এ সময় তুলশী গঙ্গা নদীর খলসাকুড়ি সোনা পাতিলা খালের উপর নির্মিত জলকপাটের সবকটি গেট খোলা ছিল। তুলশীগঙ্গা নদীর পানি সোনা পাতিলা খাল দিয়ে বিলাশবাড়ী ইউপি মাঠে ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এতে প্রায় ২ হাজার বিঘা জমির রোপা আমন ধান নিমজ্জিত হয়। দুই দিন পর জলকপাটের সবগুলো গেট বন্ধ করে দিলেও গেটগুলো বিকলের কারণে মাঠে পানি ঢুকছিলই এরপর গ্রামবাসী বস্তা দিয়ে ফাঁকা স্থান বন্ধ করে দেয়। এলাকাবাসী আরো জানায়, নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সংগে সংগে গেট নেমে দিলে ধান ডুবে যেত না। কৃষকরাও ক্ষতিগ্রস্ত হত না। বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান কেটু জানান, জলকপাটগুলো বিকল হয়ে পড়েছ্ েগেটগুলি সংস্কার করা খুবই জরুরী। এ বিষয়ে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

খোলা জলকপাটে জল ঢুকে নিমজ্জিত ২ হাজার বিঘা আমন

পাউবোর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

image

নওগাঁর বদলগাছীতে জলকপাট দিয়ে মাঠে নদীর পানি ডুকে অসময়ে কপাল পুড়ল শতশত কৃষকের। আকাশের বৃষ্টি নেই তারপরেও নদীর পনি ঢুকে বিলাশবাড়ী ইউনিয়ন মাঠে প্রায় ২ হাজার বিঘা জমির রোপা আমন ধান নিমজ্জিত হয়ে গেছে। এলাকার কৃষকদের অভিযোগ নওগাঁ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকার প্রায় দুই হাজার বিঘা জমির ধান নিমজ্জিত হয়েছে।

তথ্য সংগ্রহকালে বারফালা গ্রামের লতিফুল ইসলাম ও সাহেব আলী জানান, আকাশের বৃষ্টি না হলে ও উজান থেকে পানি নেমে এসে হঠাৎ কয়েক দিনের ব্যবধানে তুলশীগঙ্গা ও ছোট যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পায়। এ সময় তুলশী গঙ্গা নদীর খলসাকুড়ি সোনা পাতিলা খালের উপর নির্মিত জলকপাটের সবকটি গেট খোলা ছিল। তুলশীগঙ্গা নদীর পানি সোনা পাতিলা খাল দিয়ে বিলাশবাড়ী ইউপি মাঠে ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এতে প্রায় ২ হাজার বিঘা জমির রোপা আমন ধান নিমজ্জিত হয়। দুই দিন পর জলকপাটের সবগুলো গেট বন্ধ করে দিলেও গেটগুলো বিকলের কারণে মাঠে পানি ঢুকছিলই এরপর গ্রামবাসী বস্তা দিয়ে ফাঁকা স্থান বন্ধ করে দেয়। এলাকাবাসী আরো জানায়, নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সংগে সংগে গেট নেমে দিলে ধান ডুবে যেত না। কৃষকরাও ক্ষতিগ্রস্ত হত না। বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান কেটু জানান, জলকপাটগুলো বিকল হয়ে পড়েছ্ েগেটগুলি সংস্কার করা খুবই জরুরী। এ বিষয়ে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।