ভারতে বরখাস্ত ৮ এমপির রাতভর সংসদ প্রাঙ্গণে অবস্থান

ভারতের পশ্চিমবঙ্গে কৃষি বিল নিয়ে বিক্ষোভের জের ধরে পশ্চিমবঙ্গের রাজ্যসভা থেকে বরখাস্ত হয়েছে আট সংসদ সদস্য। বরখাস্ত হওয়া আট সংসদ সদস্য রাতভর সংসদ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আট সংসদ সদস্যকে বরখাস্ত করার প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভে শামিল হন বিরোধী একাধিক দলের সংসদ সদস্যরা। এনডিটিভি।

এছাড়াও কৃষি বিলের প্রতিবাদে কংগ্রেস, তৃণমূল, আপ, বামসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। আট সংসদ সদস্যকে বরখাস্ত করে স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ বিরোধীদের। সংসদ সদস্যরা মূলত দুটি দাবি রেখেছেন, প্রথম দাবি কৃষকবিরোধী বিল প্রত্যাহার করা এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে, তাদের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার।

তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ন, আম আদমি পার্টির সঞ্জয় সিংহ, কংগ্রেসের রাজীব সাতভ এবং সিপিএমের কে কে রাগেশসহ ওই সদস্যরা রাতভর সংসদ প্রাঙ্গণের সামনে থেকে অবস্থান কর্মসূচি চালিয়েছেন। গান্ধী মূর্তির কাছেই চলেছে তাদের কর্মসূচি। রোববার রাজ্যসভায় পাস হয় কৃষি বিল। এই বিল নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। রোববার অধিবেশন কক্ষে পাস হওয়া বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী তৃণমূল থেকে শুরু করে অন্য দলের সংসদ সদস্যরা। এর শাস্তি হিসেবে তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনসহ আট বিরোধী সংসদ সদস্যকে বরখাস্ত করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরপরেই শুরু হয় বিক্ষোভ।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ , ০৫ মহররম ১৪৪২, ০৬ আশ্বিন ১৪২৭

ভারতে বরখাস্ত ৮ এমপির রাতভর সংসদ প্রাঙ্গণে অবস্থান

image

ভারতের পশ্চিমবঙ্গে কৃষি বিল নিয়ে বিক্ষোভের জের ধরে পশ্চিমবঙ্গের রাজ্যসভা থেকে বরখাস্ত হয়েছে আট সংসদ সদস্য। বরখাস্ত হওয়া আট সংসদ সদস্য রাতভর সংসদ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আট সংসদ সদস্যকে বরখাস্ত করার প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভে শামিল হন বিরোধী একাধিক দলের সংসদ সদস্যরা। এনডিটিভি।

এছাড়াও কৃষি বিলের প্রতিবাদে কংগ্রেস, তৃণমূল, আপ, বামসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। আট সংসদ সদস্যকে বরখাস্ত করে স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ বিরোধীদের। সংসদ সদস্যরা মূলত দুটি দাবি রেখেছেন, প্রথম দাবি কৃষকবিরোধী বিল প্রত্যাহার করা এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে, তাদের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার।

তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ন, আম আদমি পার্টির সঞ্জয় সিংহ, কংগ্রেসের রাজীব সাতভ এবং সিপিএমের কে কে রাগেশসহ ওই সদস্যরা রাতভর সংসদ প্রাঙ্গণের সামনে থেকে অবস্থান কর্মসূচি চালিয়েছেন। গান্ধী মূর্তির কাছেই চলেছে তাদের কর্মসূচি। রোববার রাজ্যসভায় পাস হয় কৃষি বিল। এই বিল নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। রোববার অধিবেশন কক্ষে পাস হওয়া বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী তৃণমূল থেকে শুরু করে অন্য দলের সংসদ সদস্যরা। এর শাস্তি হিসেবে তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনসহ আট বিরোধী সংসদ সদস্যকে বরখাস্ত করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরপরেই শুরু হয় বিক্ষোভ।