৫৫০ পর্বে ‘চাপাবাজ’

দীর্ঘ ধারাবাহিক ‘চাপাবাজ’ নাটকের আজ ৫৫০ পর্ব প্রচার হবে। বৈশাখী টিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে। এই নাটকে অভিনয় করেছেন- হাসান জাহাঙ্গীর, আফজাল শরিফ, ফারক আহমেদ, নাদের চৌধুরী, আশরাফ কবির, জয়, অনন্যা অনু, শামীম, শাহীন, ববি, জ্যাকি, তমাল প্রমুখ। নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় আছেন হাসান জাহাঙ্গীর।

পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, ‘একটি নাটকের ৫৫০ পর্ব পেরিয়ে আশা কম কথা নয়। দর্শকপ্রিয়তার কারণেই এমনটা সম্ভব হয়েছে। দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদকের প্রতি, যিনি প্রচারের সুযোগ না দিলে কোনোদিনই এ নাটক দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হতো না। সমাজে চাপাবাজ মানুষের অভাব নেই। তিলকে তাল করাই তাদের কাজ। এই চাপাবাজির কারণে কার কি ক্ষতি হলো তা ভাববার সময়ও তাদের নেই। এসব চাপাবাজের নানা কান্ড কারখানা নিয়েই নাটকের কাহিনী।’

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ , ০৮ মহররম ১৪৪২, ০৯ আশ্বিন ১৪২৭

৫৫০ পর্বে ‘চাপাবাজ’

বিনোদন প্রতিবেদক |

image

দীর্ঘ ধারাবাহিক ‘চাপাবাজ’ নাটকের আজ ৫৫০ পর্ব প্রচার হবে। বৈশাখী টিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে। এই নাটকে অভিনয় করেছেন- হাসান জাহাঙ্গীর, আফজাল শরিফ, ফারক আহমেদ, নাদের চৌধুরী, আশরাফ কবির, জয়, অনন্যা অনু, শামীম, শাহীন, ববি, জ্যাকি, তমাল প্রমুখ। নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় আছেন হাসান জাহাঙ্গীর।

পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, ‘একটি নাটকের ৫৫০ পর্ব পেরিয়ে আশা কম কথা নয়। দর্শকপ্রিয়তার কারণেই এমনটা সম্ভব হয়েছে। দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদকের প্রতি, যিনি প্রচারের সুযোগ না দিলে কোনোদিনই এ নাটক দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হতো না। সমাজে চাপাবাজ মানুষের অভাব নেই। তিলকে তাল করাই তাদের কাজ। এই চাপাবাজির কারণে কার কি ক্ষতি হলো তা ভাববার সময়ও তাদের নেই। এসব চাপাবাজের নানা কান্ড কারখানা নিয়েই নাটকের কাহিনী।’