আসছে কাজী সোমার ‘বাবুয়া বাবুয়া’

করোনার ক্রান্তিকালেই সবকিছুকে উপেক্ষা করে কাজী সোমা তার জীবনের প্রথম মৌলিক গান নিয়ে শ্রোতা দর্শকের সামনে উপস্থিত হতে যাচ্ছেন। তার প্রথম মৌলিক গানের শিরোনাম ‘বাবুয়া বাবুয়া’। গানটি লিখেছেন এবং সুর করেছেন অনিক সাহান। সঙ্গীতায়োজনও করেছেন তিনি। গেলো ২৪ সেপ্টেম্বর দিনব্যাপী রাজধানীর বিফডিসির ১ নম্বর ফ্লোরে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নৃত্যপরিচালক হাবিব রহমান। সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজে অংশ নেন কাজী সোমা। নিজের জীবনের প্রথম মৌলিক প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে আমি আমার জীবনের প্রথম মৌলিক গানটি বেশ ভালোভাবেই করতে পারছি। অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসার আমার গানের অনুপ্রেরণা, আমার সঙ্গীত জীবনের আলোর দিশারী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামকে। তার প্রতি ভালোবাসা থেকেই আমার আজকের সঙ্গীতশিল্পী হয়ে উঠা। আমি মূলত স্টেজ শো’তেই বেশি গান গেয়ে থাকি। এ কারণে একটু নৃত্য নির্ভর গান করেছি যুগের সঙ্গে তাল মিলিয়ে। গানের কথা সুর আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে। এফডিসিতে শুটিং চলাকালীন সময়ে অনেকের অুনপ্রেরণা পেয়েছি। আমার বিশ্বাস বাবুয় বাবুয়া’ই আমাকে আগামীদিনের পথচলাতে আরো অনেক অনুপ্রেরণা যোগাবে।’ কাজী সোমা জানান গানটির এডিটি-এর কাজ শেষে কোন ইউটিউব চ্যানেলে তা প্রচার হবে তা এখনো নিশ্চিত নয়। এদিকে এখনো স্টেজ শো’তে পারফরম্যান্স শুরু করেননি কাজী সোমা। সোমা বলেন, ‘টুকটাক অনেকেই স্টেজ শো’তে পারফর্ম করা শুরু করেছেন। আমি আরেকটু সময় নিয়ে শুরু করতে চাচ্ছি। কারণ করোনার প্রভাবটা এখনো স্বাভাবিক হয়নি। স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে পরিবারের কথা চিন্তা করে আমাকেও বাধ্য হয়ে নিরাপদে থাকতে হচ্ছে। সবার সুস্থতা কামনা করছি।’

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ , ০৮ মহররম ১৪৪২, ০৯ আশ্বিন ১৪২৭

আসছে কাজী সোমার ‘বাবুয়া বাবুয়া’

বিনোদন প্রতিবেদক |

image

করোনার ক্রান্তিকালেই সবকিছুকে উপেক্ষা করে কাজী সোমা তার জীবনের প্রথম মৌলিক গান নিয়ে শ্রোতা দর্শকের সামনে উপস্থিত হতে যাচ্ছেন। তার প্রথম মৌলিক গানের শিরোনাম ‘বাবুয়া বাবুয়া’। গানটি লিখেছেন এবং সুর করেছেন অনিক সাহান। সঙ্গীতায়োজনও করেছেন তিনি। গেলো ২৪ সেপ্টেম্বর দিনব্যাপী রাজধানীর বিফডিসির ১ নম্বর ফ্লোরে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নৃত্যপরিচালক হাবিব রহমান। সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজে অংশ নেন কাজী সোমা। নিজের জীবনের প্রথম মৌলিক প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে আমি আমার জীবনের প্রথম মৌলিক গানটি বেশ ভালোভাবেই করতে পারছি। অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসার আমার গানের অনুপ্রেরণা, আমার সঙ্গীত জীবনের আলোর দিশারী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামকে। তার প্রতি ভালোবাসা থেকেই আমার আজকের সঙ্গীতশিল্পী হয়ে উঠা। আমি মূলত স্টেজ শো’তেই বেশি গান গেয়ে থাকি। এ কারণে একটু নৃত্য নির্ভর গান করেছি যুগের সঙ্গে তাল মিলিয়ে। গানের কথা সুর আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে। এফডিসিতে শুটিং চলাকালীন সময়ে অনেকের অুনপ্রেরণা পেয়েছি। আমার বিশ্বাস বাবুয় বাবুয়া’ই আমাকে আগামীদিনের পথচলাতে আরো অনেক অনুপ্রেরণা যোগাবে।’ কাজী সোমা জানান গানটির এডিটি-এর কাজ শেষে কোন ইউটিউব চ্যানেলে তা প্রচার হবে তা এখনো নিশ্চিত নয়। এদিকে এখনো স্টেজ শো’তে পারফরম্যান্স শুরু করেননি কাজী সোমা। সোমা বলেন, ‘টুকটাক অনেকেই স্টেজ শো’তে পারফর্ম করা শুরু করেছেন। আমি আরেকটু সময় নিয়ে শুরু করতে চাচ্ছি। কারণ করোনার প্রভাবটা এখনো স্বাভাবিক হয়নি। স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে পরিবারের কথা চিন্তা করে আমাকেও বাধ্য হয়ে নিরাপদে থাকতে হচ্ছে। সবার সুস্থতা কামনা করছি।’