মায়ের জন্য দোয়া চাইলেন শ্রাবন্তী

মডেল ও অভিনেত্রী শ্রাবন্তী তার মা মাহমুদা সুলতানার জন্য সবার কাছে দোয়া চাইলেন। শ্রাবন্তীর গ্রামের বাড়ি বগুড়ার বারডেম হাসপাতালে গুরুতর অসুস্থাবস্থায় তার মা চিকিৎসাধীন আছেন। মা’কে দেখতে গেল ৯ অক্টোবর সুদূর আমেরিকা থেকে রাজধানীতে নেমেই মায়ের কাছে চলে যান শ্রাবন্তী। বগুড়াতে শ্রাবন্তী ও তার বড় বোন সাবেরা আপাতত মায়ের পাশে আছেন। শ্রাবন্তীর মেজবোনও এতোদিন মায়ের কাছেই ছিলেন। তার দুই ভাই সঞ্জীব আছেন অস্ট্রেলিয়ায় এবং সজীব আছেন বাহরাইন। করোনায় লকডাউনের কারণে তার দুই ভাই আপাতত দেশে আসতে পারছেন না বলে জানালেন শ্রাবন্তী। দেশে ফিরে শ্রাবন্তী পুরোটা সময় নিজের মায়ের পাশেই থাকার চেষ্টা করছেন। শ্রাবন্তী জানান তার মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। সবার কাছে দোয়া চেয়ে শ্রাবন্তী বলেন, ‘পৃথিবীতে আসলে মায়ের কোন তুলনা হয় না। চোখের সামনে মায়ের এতো কষ্ট সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। খুব কষ্ট হচ্ছে আমার মায়ের। এতো কষ্ট একজন সন্তান হিসেবে সহ্য করা খুব কঠিন। আল্লাহর কাছে একটাই প্রার্থনা আল্লাহ যেন আমার মাকে কষ্ট না দেন, তাকে যেন শান্তি দেন।

আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মাকে শান্তি দেন।’ শ্রাবন্তীর বাবা মো: ইব্রাহীম আলী ২০০৫ সালে ইন্তেকাল করেন। শ্রাবন্তী জানান তিন সপ্তাহের জন্য তিনি দেশে এসেছেন। শ্রাবন্তী সর্বশেষ ‘একটি টাপুর টুপুর প্রযোজনা’ প্রযোজিত মাতিয়া বানু শুকু রচিত ও নূরুল আলম আতিক পরিচালিত ‘ডালিম কুমার’ নাটকে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন মীর সাব্বির। এরপর শ্রাবন্তীকে আর অভিনয়ে দেখা যায়নি। ১৯৯৬/৯৭ বিটিভির নৃত্যের তালে তালে অনুষ্ঠানে শ্রাবন্তী নিয়মিত নাচ করতেন। তখনই মূলত অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ জন্মায়। বিজ্ঞাপনে শ্রাবন্তী প্রথম মডেল হন তারিক আনাম খানের নির্দেশনায় পেপসোডেন্ট’র বিজ্ঞাপনে। পরবর্তীতে অকে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে জনপ্রিয়তা পান শ্রাবন্তী। ছোটবেলায় শ্রাবন্তী নাটকে প্রথম অভিনয় করেন প্রয়াত নূরুল আলম আতিকের নির্দেশনায় ‘আমার দুধ মা’ নাটকে। ১৯৯৮ সালে শ্রাবন্তী পরিণত বয়সে প্রথম নাটকে অভিনয় করেন মতিউর রহমান গাজীপুরীর নির্দেশনায় ‘ভালোবাসা তুমি’ নাটকে। শ্রাবন্তী অভিনীত একমাত্র সিনেমা ‘রং নাম্বার’। এটি নির্মাণ করেছিলেন মতিন রহমান। এতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ , ২৫ সফর ১৪৪২, ২৮ আশ্বিন ১৪২৭

মায়ের জন্য দোয়া চাইলেন শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক |

image

মডেল ও অভিনেত্রী শ্রাবন্তী তার মা মাহমুদা সুলতানার জন্য সবার কাছে দোয়া চাইলেন। শ্রাবন্তীর গ্রামের বাড়ি বগুড়ার বারডেম হাসপাতালে গুরুতর অসুস্থাবস্থায় তার মা চিকিৎসাধীন আছেন। মা’কে দেখতে গেল ৯ অক্টোবর সুদূর আমেরিকা থেকে রাজধানীতে নেমেই মায়ের কাছে চলে যান শ্রাবন্তী। বগুড়াতে শ্রাবন্তী ও তার বড় বোন সাবেরা আপাতত মায়ের পাশে আছেন। শ্রাবন্তীর মেজবোনও এতোদিন মায়ের কাছেই ছিলেন। তার দুই ভাই সঞ্জীব আছেন অস্ট্রেলিয়ায় এবং সজীব আছেন বাহরাইন। করোনায় লকডাউনের কারণে তার দুই ভাই আপাতত দেশে আসতে পারছেন না বলে জানালেন শ্রাবন্তী। দেশে ফিরে শ্রাবন্তী পুরোটা সময় নিজের মায়ের পাশেই থাকার চেষ্টা করছেন। শ্রাবন্তী জানান তার মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। সবার কাছে দোয়া চেয়ে শ্রাবন্তী বলেন, ‘পৃথিবীতে আসলে মায়ের কোন তুলনা হয় না। চোখের সামনে মায়ের এতো কষ্ট সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। খুব কষ্ট হচ্ছে আমার মায়ের। এতো কষ্ট একজন সন্তান হিসেবে সহ্য করা খুব কঠিন। আল্লাহর কাছে একটাই প্রার্থনা আল্লাহ যেন আমার মাকে কষ্ট না দেন, তাকে যেন শান্তি দেন।

আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মাকে শান্তি দেন।’ শ্রাবন্তীর বাবা মো: ইব্রাহীম আলী ২০০৫ সালে ইন্তেকাল করেন। শ্রাবন্তী জানান তিন সপ্তাহের জন্য তিনি দেশে এসেছেন। শ্রাবন্তী সর্বশেষ ‘একটি টাপুর টুপুর প্রযোজনা’ প্রযোজিত মাতিয়া বানু শুকু রচিত ও নূরুল আলম আতিক পরিচালিত ‘ডালিম কুমার’ নাটকে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন মীর সাব্বির। এরপর শ্রাবন্তীকে আর অভিনয়ে দেখা যায়নি। ১৯৯৬/৯৭ বিটিভির নৃত্যের তালে তালে অনুষ্ঠানে শ্রাবন্তী নিয়মিত নাচ করতেন। তখনই মূলত অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ জন্মায়। বিজ্ঞাপনে শ্রাবন্তী প্রথম মডেল হন তারিক আনাম খানের নির্দেশনায় পেপসোডেন্ট’র বিজ্ঞাপনে। পরবর্তীতে অকে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে জনপ্রিয়তা পান শ্রাবন্তী। ছোটবেলায় শ্রাবন্তী নাটকে প্রথম অভিনয় করেন প্রয়াত নূরুল আলম আতিকের নির্দেশনায় ‘আমার দুধ মা’ নাটকে। ১৯৯৮ সালে শ্রাবন্তী পরিণত বয়সে প্রথম নাটকে অভিনয় করেন মতিউর রহমান গাজীপুরীর নির্দেশনায় ‘ভালোবাসা তুমি’ নাটকে। শ্রাবন্তী অভিনীত একমাত্র সিনেমা ‘রং নাম্বার’। এটি নির্মাণ করেছিলেন মতিন রহমান। এতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ।