রাধানীতে জুয়াড়ি চক্রের ২১ সদস্য গ্রেফতার

পুরান ঢাকার সদরঘাট ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জুয়াড়ি চক্রের ২১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার রাতে র‌্যাব-১০ এর নেতৃত্বে এ অভিযান চলে।

র‌্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা হলোÑ শহিদুল (৩৮), আবদুল মোতালেব (৪৮), শামীম (৩৩), আতাউর রহমান (৫০), বেল্লাল (৩২), আবদুুর রাজ্জাক (৩৮) ও রফিক (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, ১৯ প্যাকেট ও খোলা অবস্থায় ৫২০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ১১ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়। এছাড়া, পৃথক একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ সাত বাটিয়া এলাকায় ১৪ জুয়ারিকে গ্রেফতার করে। তারা হলোÑ মিন্টু (২৪), মিন্টু চন্দ্র সেন (৩২), নাসির (৪০), ইউনুস সরদার (৩৫), ইকবাল হোসেন (৩৫), বাহার (৫৮), রব মিয়া (৪২), রহমান (৪২), আশরাফ (৪৯), হবি মিয়া (৩৫), হেলাল (৪৬), রফিকুল ইসলাম রফিক (৪২), আসাদুল (২৫) ও সুমন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন, টাকা জমা রাখার ১টি বক্স, ৪ প্যাকেট ও খোলা অবস্থায় ৩৬৪ পিস জুয়া খেলার কার্ড এবং নগদ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পেশাদার জুয়ারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় জুয়া খেলে আসছে। তাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষ ছাড়াও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ , ১২ পৌষ ১৪২৭, ১১ জমাদিউল আউয়াল ১৪৪২

রাধানীতে জুয়াড়ি চক্রের ২১ সদস্য গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক |

পুরান ঢাকার সদরঘাট ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জুয়াড়ি চক্রের ২১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার রাতে র‌্যাব-১০ এর নেতৃত্বে এ অভিযান চলে।

র‌্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা হলোÑ শহিদুল (৩৮), আবদুল মোতালেব (৪৮), শামীম (৩৩), আতাউর রহমান (৫০), বেল্লাল (৩২), আবদুুর রাজ্জাক (৩৮) ও রফিক (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, ১৯ প্যাকেট ও খোলা অবস্থায় ৫২০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ১১ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়। এছাড়া, পৃথক একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ সাত বাটিয়া এলাকায় ১৪ জুয়ারিকে গ্রেফতার করে। তারা হলোÑ মিন্টু (২৪), মিন্টু চন্দ্র সেন (৩২), নাসির (৪০), ইউনুস সরদার (৩৫), ইকবাল হোসেন (৩৫), বাহার (৫৮), রব মিয়া (৪২), রহমান (৪২), আশরাফ (৪৯), হবি মিয়া (৩৫), হেলাল (৪৬), রফিকুল ইসলাম রফিক (৪২), আসাদুল (২৫) ও সুমন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন, টাকা জমা রাখার ১টি বক্স, ৪ প্যাকেট ও খোলা অবস্থায় ৩৬৪ পিস জুয়া খেলার কার্ড এবং নগদ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পেশাদার জুয়ারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় জুয়া খেলে আসছে। তাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষ ছাড়াও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।