বাংলাদেশে সম্প্রচারে আসছে ইউরো বাংলা টিভি

ইউরোপ প্রবাসী বাঙালি কমিউনিটি পরিচালিত টেলিভিশন চ্যানেল ‘ইউরো বাংলা টিভি’ ১ জানুয়ারি ইংরেজি নব-বর্ষে বাংলাদেশেও শুরুতে সম্প্রচার শুরু করতে যাচ্ছে। চ্যানেলটি ইতোমধ্যেই ইউরোপে সম্প্রচার শুরু করেছে এবং সেখানে বসবাসরত বাঙালিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

ইন্টারএশিয়া গ্লোবাল নের্টওয়ার্ক লিমিটেড এর মালিকানাধীন ইউরো বাংলা টিভি’র চেয়ারম্যান বড়ুয়া মনোজিত ধীমন এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন রাশেদ খান। পরিচালক সানি চৌধুরী, মেহেদী হারুন এবং বেলাল আহমেদ।

ইউটেলসেট ৭০ বি ৭০ ডিগ্রি

কেইউ ব্যান্ড (ফ্রি এয়ার) স্যাটেলাইটে অনুষ্ঠান সম্প্রচার করছে ইউরো বাংলা টিভি। এছাড়াও নিজস্ব ওয়েবসাইট, আইপি টিভি বক্স, মোবাইল অ্যাপ এবং ক্যাবল নের্টওয়ার্ক সার্ভিসের মাধ্যমে চ্যানেলটি দেখা যায় । ইউরো বাংলা টিভি ইতিমধ্যেই পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে বাংলাভাষীদের কাছে।

ইউরো বাংলা টিভি কতৃপক্ষ জানান, ইউরো বাংলা টিভি’র অনুষ্ঠানমালায় দেশ-বিদেশের সর্বশেষ সংবাদের পাশাপাশি থাকবে টকশো, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, বিনোদন সংবাদসহ বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত মূলধারার নানা অনুষ্ঠান।

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ , ১৪ পৌষ ১৪২৭, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২

বাংলাদেশে সম্প্রচারে আসছে ইউরো বাংলা টিভি

বিনোদন প্রতিবেদক |

image

ইউরোপ প্রবাসী বাঙালি কমিউনিটি পরিচালিত টেলিভিশন চ্যানেল ‘ইউরো বাংলা টিভি’ ১ জানুয়ারি ইংরেজি নব-বর্ষে বাংলাদেশেও শুরুতে সম্প্রচার শুরু করতে যাচ্ছে। চ্যানেলটি ইতোমধ্যেই ইউরোপে সম্প্রচার শুরু করেছে এবং সেখানে বসবাসরত বাঙালিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

ইন্টারএশিয়া গ্লোবাল নের্টওয়ার্ক লিমিটেড এর মালিকানাধীন ইউরো বাংলা টিভি’র চেয়ারম্যান বড়ুয়া মনোজিত ধীমন এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন রাশেদ খান। পরিচালক সানি চৌধুরী, মেহেদী হারুন এবং বেলাল আহমেদ।

ইউটেলসেট ৭০ বি ৭০ ডিগ্রি

কেইউ ব্যান্ড (ফ্রি এয়ার) স্যাটেলাইটে অনুষ্ঠান সম্প্রচার করছে ইউরো বাংলা টিভি। এছাড়াও নিজস্ব ওয়েবসাইট, আইপি টিভি বক্স, মোবাইল অ্যাপ এবং ক্যাবল নের্টওয়ার্ক সার্ভিসের মাধ্যমে চ্যানেলটি দেখা যায় । ইউরো বাংলা টিভি ইতিমধ্যেই পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে বাংলাভাষীদের কাছে।

ইউরো বাংলা টিভি কতৃপক্ষ জানান, ইউরো বাংলা টিভি’র অনুষ্ঠানমালায় দেশ-বিদেশের সর্বশেষ সংবাদের পাশাপাশি থাকবে টকশো, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, বিনোদন সংবাদসহ বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত মূলধারার নানা অনুষ্ঠান।