অনিয়ম-দুর্নীতি রুখতে তরুণদেরই দায়িত্ব নিতে হবে

দেশের সম্পদ বঙ্গবন্ধুর সেই চাটার দল এখন আর চেটে খাচ্ছে না বরং গিলে খাচ্ছে উল্লেখ করে সব অনিয়ম-লুটপাট-দুর্নীতি রুখতে তরুণদেরই দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। গতকাল বিকেল সাড়ে ৩টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর বাকশাল সরকারের জেলা গভর্নর সাবেক এমএনএ জননেতা আতাউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশে এ আহ্বান জানানো হয়। এর আগে জিরোপয়েন্ট বড় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবশে ঢাকা থেকে সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক। সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেনÑ রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাশিয়ার লমনোভস্কি স্টেট ইউনিভার্সিটির প্রাক্তন কৃতী শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন, স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দীন মিন্টু, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি আলহাজ আবু বাক্কার, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সম্পদ বঙ্গবন্ধুর সেই চাটার দল এখন আর চেটে খাচ্ছে না বরং গিলে খাচ্ছে। উন্নয়নের নামে ভাঙচুর করে জনগণকে পথে বসানো হচ্ছে। জনগণের পয়সা লুটপাট হোক এটা কেউ চায় না। আজ শিক্ষা-চিকিৎসাসহ সব সেক্টরে অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে। এসব অনিয়ম-দুর্নীতি রুখতে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। বক্তারা আরও বলেন, জননেতা আতাউর রহমান একটি নাম, একটি ইতিহাস। তিনি সারাবাংলার গর্ব।

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

আতাউর রহমানের স্মরণ সমাবেশে বক্তারা

অনিয়ম-দুর্নীতি রুখতে তরুণদেরই দায়িত্ব নিতে হবে

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

দেশের সম্পদ বঙ্গবন্ধুর সেই চাটার দল এখন আর চেটে খাচ্ছে না বরং গিলে খাচ্ছে উল্লেখ করে সব অনিয়ম-লুটপাট-দুর্নীতি রুখতে তরুণদেরই দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। গতকাল বিকেল সাড়ে ৩টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর বাকশাল সরকারের জেলা গভর্নর সাবেক এমএনএ জননেতা আতাউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশে এ আহ্বান জানানো হয়। এর আগে জিরোপয়েন্ট বড় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবশে ঢাকা থেকে সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক। সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেনÑ রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাশিয়ার লমনোভস্কি স্টেট ইউনিভার্সিটির প্রাক্তন কৃতী শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন, স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দীন মিন্টু, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি আলহাজ আবু বাক্কার, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সম্পদ বঙ্গবন্ধুর সেই চাটার দল এখন আর চেটে খাচ্ছে না বরং গিলে খাচ্ছে। উন্নয়নের নামে ভাঙচুর করে জনগণকে পথে বসানো হচ্ছে। জনগণের পয়সা লুটপাট হোক এটা কেউ চায় না। আজ শিক্ষা-চিকিৎসাসহ সব সেক্টরে অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে। এসব অনিয়ম-দুর্নীতি রুখতে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। বক্তারা আরও বলেন, জননেতা আতাউর রহমান একটি নাম, একটি ইতিহাস। তিনি সারাবাংলার গর্ব।