বিচার বিভাগে আ’লীগ সরকার কলঙ্কলেপন করেছে ব্যারিস্টার মাহবুব

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন। তিনি বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। সাবেক এই বিচারপতি এখন কানাডায় রিফিউজি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতের বিপরীত পাশে অবস্থিত একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবী প্যানেলের পরিচিতি সভায় তিনি এমন মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব উদ্দিন।

তিনি বলেন, টেলিফোনের মাধ্যমে রায় তুলে নেয়ার হুমকি দেয়া হলে আইনজীবীদের দাম থাকে না। এখন হাইকোর্ট, আপিল বিভাগের বিচারপতি, জজ, ম্যাজিস্ট্রেটরা আতঙ্কে থাকেন। কোন সেন্সেটিভ মামলায় আইন আপনার পক্ষে থাকলেও বিচার পাবেন না। এইসব যারা করেন তাদের প্রত্যাখ্যান করতে হবে।

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগ প্রসঙ্গ তুলে মাহবুব উদ্দিন বলেন, ‘পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছিল। নিয়মানুযায়ী রিভিউ না করে রায় পরিবর্তনের জন্য সাবেক প্রধান বিচারপতিকে চেয়ারে বসতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হলো। হুমকিতে মাথা নত না করায় তাকে জোর করে চিকিৎসার কথা বলে দেশের বাইরে পাঠিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হলো।

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এখন কানাডায় রিফিউজি। তার একমাত্র অপরাধ তিনি কথা অনুযায়ী রায় পরিবর্তন করেন নাই। আওয়ামী লীগ সরকার বিচার বিভাগে যে কলঙ্ক লেপন করেছে তেমন নজির সারা পৃথিবীতে নাই।’

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগের এই সরকারকে তিনি লিগ্যাল সরকার বলে মনে করেন না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় কেউ চিরস্থায়ী থাকে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতির পরিবর্তন হবে। বাংলাদেশে গণতন্ত্র দিতে হবে।

আগামীকাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পূর্ণ প্যানেলে বিজয়ী করতে সাধারণ আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করেন ফজলুর রহমান।

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ , ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

বিচার বিভাগে আ’লীগ সরকার কলঙ্কলেপন করেছে ব্যারিস্টার মাহবুব

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন। তিনি বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। সাবেক এই বিচারপতি এখন কানাডায় রিফিউজি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতের বিপরীত পাশে অবস্থিত একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবী প্যানেলের পরিচিতি সভায় তিনি এমন মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব উদ্দিন।

তিনি বলেন, টেলিফোনের মাধ্যমে রায় তুলে নেয়ার হুমকি দেয়া হলে আইনজীবীদের দাম থাকে না। এখন হাইকোর্ট, আপিল বিভাগের বিচারপতি, জজ, ম্যাজিস্ট্রেটরা আতঙ্কে থাকেন। কোন সেন্সেটিভ মামলায় আইন আপনার পক্ষে থাকলেও বিচার পাবেন না। এইসব যারা করেন তাদের প্রত্যাখ্যান করতে হবে।

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগ প্রসঙ্গ তুলে মাহবুব উদ্দিন বলেন, ‘পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছিল। নিয়মানুযায়ী রিভিউ না করে রায় পরিবর্তনের জন্য সাবেক প্রধান বিচারপতিকে চেয়ারে বসতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হলো। হুমকিতে মাথা নত না করায় তাকে জোর করে চিকিৎসার কথা বলে দেশের বাইরে পাঠিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হলো।

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এখন কানাডায় রিফিউজি। তার একমাত্র অপরাধ তিনি কথা অনুযায়ী রায় পরিবর্তন করেন নাই। আওয়ামী লীগ সরকার বিচার বিভাগে যে কলঙ্ক লেপন করেছে তেমন নজির সারা পৃথিবীতে নাই।’

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগের এই সরকারকে তিনি লিগ্যাল সরকার বলে মনে করেন না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় কেউ চিরস্থায়ী থাকে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতির পরিবর্তন হবে। বাংলাদেশে গণতন্ত্র দিতে হবে।

আগামীকাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পূর্ণ প্যানেলে বিজয়ী করতে সাধারণ আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করেন ফজলুর রহমান।