ময়মনসিংহে অজ্ঞাত দেহের রহস্য উন্মোচন

গত নয় নবেম্বরে ময়মনসিংহের গৌরিপুরে সড়কের পাশে লাগেজের ভিতর থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ। উদ্ধারকৃত লাশটি সাবিনা নামে এক গৃহকর্মীর। সে ময়মনসিংহ সদর উপজেলার উজান ঘাগড়া গ্রামের সিরাজুল ইসলাম সিরুর মেয়ে সাবিনা। সাবিনা ময়মনসিংহ নগরীরর একটি বহুতল ভবনে প্রকৌশলী আবুল খায়েরের বাসায় গৃহকর্মীর কাজ করত। হত্যার সঙ্গে জড়িত আবুল খায়েরে ও তার স্ত্রীকে আটক করেছে পিবিআই। গৃহকর্তা আবুল খায়েরের ও তার স্ত্রী রিফাত জেসমিন মিলে সাবিনাকে নির্যাতন করে হত্যা করেছে। হত্যার অপরাধ স্বীকার করে জবানবন্দী দিয়েছে গ্রেফতারকৃতরা।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরে ময়মনসিংহের পিবিআই পুলিশ সুপার প্রকৌশলী গৌতম কুমার সরকার জানান, এ ঘটনায় গত বুধবার রাতে সদরের বারেরা থেকে গ্রেফতার করা হয়েছে আবুল খায়ের ও তার স্ত্রী রিফাত জেসমিনকে। নিহত সাবিনার বাবা, মা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। গত নয় নভেম্বর ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে জেলার গৌরৗপুর উপজেলা থেকে একটি লাগেজ বন্দী লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে হত্যা রহস্যের সন্ধানে কাজ করছিল পিবিআই।

আরও খবর
রাতে জলকপাট খুলে রেখেছে দুর্বৃত্ত : শুকিয়ে কয়েক হাজার একর বোরো
বাঁশখালীতে লবণের ন্যায্যমূল্য দাবি চাষিদের
আধুনিক পদ্ধতিতে বোরোর বীজতলা-রোপণ-কর্তনে ব্যাপক সাড়া
পীরগঞ্জে সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলায় হত ১
পঞ্চগড়ে এক বছরে নারী-শিশু নির্যাতন মামলা ২৯৯
বায়োফ্লকে মাছ চাষে সাফল্য : বাণিজ্যিক সম্ভাবনা উজ্জ্বল
কাজিহাটায় রাস্তার কার্পেটিং তুলে ফেলল ভবনের মালিক
চাটমোহরে জমির উর্বর মাটি ইটভাটার গ্রাসে
গাইবান্ধায় একতা’র সুবর্ণজয়ন্তী উদযাপন
বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনা হচ্ছে ডিজিটালাইজড
মাধবদীতে প্রতীক পেয়ে জমজমাট প্রচার
কালকিনিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
দুপচাঁচিয়ায় অভিযানেও বন্ধ হচ্ছে না বালু তোলা : হুমকিতে জনপদ
চাষাবাদের ট্রাক্টর ট্রলি বানিয়ে অবাধে ইট-বালি পরিবহন
বরেন্দ্র অঞ্চলে আম বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

ময়মনসিংহে অজ্ঞাত দেহের রহস্য উন্মোচন

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

গত নয় নবেম্বরে ময়মনসিংহের গৌরিপুরে সড়কের পাশে লাগেজের ভিতর থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ। উদ্ধারকৃত লাশটি সাবিনা নামে এক গৃহকর্মীর। সে ময়মনসিংহ সদর উপজেলার উজান ঘাগড়া গ্রামের সিরাজুল ইসলাম সিরুর মেয়ে সাবিনা। সাবিনা ময়মনসিংহ নগরীরর একটি বহুতল ভবনে প্রকৌশলী আবুল খায়েরের বাসায় গৃহকর্মীর কাজ করত। হত্যার সঙ্গে জড়িত আবুল খায়েরে ও তার স্ত্রীকে আটক করেছে পিবিআই। গৃহকর্তা আবুল খায়েরের ও তার স্ত্রী রিফাত জেসমিন মিলে সাবিনাকে নির্যাতন করে হত্যা করেছে। হত্যার অপরাধ স্বীকার করে জবানবন্দী দিয়েছে গ্রেফতারকৃতরা।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরে ময়মনসিংহের পিবিআই পুলিশ সুপার প্রকৌশলী গৌতম কুমার সরকার জানান, এ ঘটনায় গত বুধবার রাতে সদরের বারেরা থেকে গ্রেফতার করা হয়েছে আবুল খায়ের ও তার স্ত্রী রিফাত জেসমিনকে। নিহত সাবিনার বাবা, মা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। গত নয় নভেম্বর ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে জেলার গৌরৗপুর উপজেলা থেকে একটি লাগেজ বন্দী লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে হত্যা রহস্যের সন্ধানে কাজ করছিল পিবিআই।