মৃত্যুঝুঁকি নিয়ে রেললাইন পারাপার

দেশে প্রায় নিয়মিতই ঘটছে চলন্ত ট্রেনের ধাক্কায় কিংবা তার নিচে কাটা পড়ে মৃত্যু ও পঙ্গুত্ববরণের ঘটনা। প্রতি বছর সহস্র্রাধিক মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যান। সাধারণত সড়ক দুর্ঘটনায় সিংহভাগ ক্ষেত্রে যানবাহনের ত্রুটি ও অতিরিক্ত গতি এবং চালকদের অদক্ষতাকে কাঠগড়ায় দাঁড় করানো গেলেও ট্রেনের নিচে কাটা পড়া বা ধাক্কার দুর্ঘটনার ক্ষেত্রে পুরোটা দায় অসচেতন ও অতিউৎসাহী পথচারীদের।

আইন অনুযায়ী, রেললাইনের দুই পাশে ২০ ফুটের মধ্যে নির্দিষ্ট লোক ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও, বন্ধ রেলগেটের ভেতরে পথচারী বা যানবাহনের প্রবেশও একইভাবে নিষিদ্ধ। কিন্তু, অসচেতন লোকজন ট্রেন আসার শব্দ শোনার পরও রেললাইন পার হওয়ার প্রস্তুতি নেন। অনেকক্ষেত্রে ট্রেন আসছে দেখেও মৃত্যু ঝুঁকি নিয়েই তড়িঘড়ি করে লাইন পার হওয়ার ঘটনা ঘটে।

আবার, অতিউৎসাহীরা রেললাইনের উপরে বা ঠিক পাশেই দাঁড়িয়ে সেলফি তোলার দুঃসাহসিক কাজ করেন। অনেকেই লাইনের পাশে দল বেঁধে গল্পগুজবে ব্যস্ত থাকেন। এসব ক্ষেত্রে মনোযোগের ন্যূনতম ঘাটতি কিংবা সময়ের হিসাবের সামান্যতমও ক্রটিই মূল্যবান প্রাণ হারানোর উপলক্ষ হয়ে যায়। কেবল আইনের প্রয়োগে এমন কাজ থেকে বিরত রাখা সম্ভব নয়। মানুষের সচেতনতা বাড়লেই বন্ধ হবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু বা পঙ্গুত্ববরণের মতো মর্মান্তিক ঘটনা।

আবু ফারুক

বুধবার, ০৩ ফেব্রুয়ারী ২০২১ , ২০ মাঘ ১৪২৭, ২০ জমাদিউস সানি ১৪৪২

মৃত্যুঝুঁকি নিয়ে রেললাইন পারাপার

দেশে প্রায় নিয়মিতই ঘটছে চলন্ত ট্রেনের ধাক্কায় কিংবা তার নিচে কাটা পড়ে মৃত্যু ও পঙ্গুত্ববরণের ঘটনা। প্রতি বছর সহস্র্রাধিক মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যান। সাধারণত সড়ক দুর্ঘটনায় সিংহভাগ ক্ষেত্রে যানবাহনের ত্রুটি ও অতিরিক্ত গতি এবং চালকদের অদক্ষতাকে কাঠগড়ায় দাঁড় করানো গেলেও ট্রেনের নিচে কাটা পড়া বা ধাক্কার দুর্ঘটনার ক্ষেত্রে পুরোটা দায় অসচেতন ও অতিউৎসাহী পথচারীদের।

আইন অনুযায়ী, রেললাইনের দুই পাশে ২০ ফুটের মধ্যে নির্দিষ্ট লোক ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও, বন্ধ রেলগেটের ভেতরে পথচারী বা যানবাহনের প্রবেশও একইভাবে নিষিদ্ধ। কিন্তু, অসচেতন লোকজন ট্রেন আসার শব্দ শোনার পরও রেললাইন পার হওয়ার প্রস্তুতি নেন। অনেকক্ষেত্রে ট্রেন আসছে দেখেও মৃত্যু ঝুঁকি নিয়েই তড়িঘড়ি করে লাইন পার হওয়ার ঘটনা ঘটে।

আবার, অতিউৎসাহীরা রেললাইনের উপরে বা ঠিক পাশেই দাঁড়িয়ে সেলফি তোলার দুঃসাহসিক কাজ করেন। অনেকেই লাইনের পাশে দল বেঁধে গল্পগুজবে ব্যস্ত থাকেন। এসব ক্ষেত্রে মনোযোগের ন্যূনতম ঘাটতি কিংবা সময়ের হিসাবের সামান্যতমও ক্রটিই মূল্যবান প্রাণ হারানোর উপলক্ষ হয়ে যায়। কেবল আইনের প্রয়োগে এমন কাজ থেকে বিরত রাখা সম্ভব নয়। মানুষের সচেতনতা বাড়লেই বন্ধ হবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু বা পঙ্গুত্ববরণের মতো মর্মান্তিক ঘটনা।

আবু ফারুক