সাহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে পুড়িয়ে হত্যা মামলায় আরও এক জন গ্রেপ্তার

লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস মো. সাহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় মোত্তালেব হোসেন (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার মোত্তালেব পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গারপাড় গ্রামের হাফিজার রহমানের ছেলে।

গত শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওমর ফারুক।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী বলেন, এ ঘটনায় দায়ের করা হত্যা, পুলিশের ওপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে হামলার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে শুক্রবার সকালে মোত্তালেবকে গ্রেপ্তার করা হয়। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জুয়েল হত্যার ঘটনায় দায়ের করা ৩ মামলায় পুলিশ এখন পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে হত্যা মামলায় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যার মধ্যে মূলহোতা বুড়িমারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ওরফে হোসেন, মসজিদের খাদেম জোবেদ আলীসহ ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই মামলায় গ্রেপ্তার কৃতদের মধ্যে তিন মামলায় মোট ৫ জন জামিনে আছেন বলে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলায় নিহত হন রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে শহিদুন্নবী জুয়েল।

রবিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২১ , ২৪ মাঘ ১৪২৭, ২৪ জমাদিউস সানি ১৪৪২

বুড়িমারী

সাহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে পুড়িয়ে হত্যা মামলায় আরও এক জন গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস মো. সাহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় মোত্তালেব হোসেন (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার মোত্তালেব পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গারপাড় গ্রামের হাফিজার রহমানের ছেলে।

গত শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওমর ফারুক।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী বলেন, এ ঘটনায় দায়ের করা হত্যা, পুলিশের ওপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে হামলার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে শুক্রবার সকালে মোত্তালেবকে গ্রেপ্তার করা হয়। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জুয়েল হত্যার ঘটনায় দায়ের করা ৩ মামলায় পুলিশ এখন পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে হত্যা মামলায় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যার মধ্যে মূলহোতা বুড়িমারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ওরফে হোসেন, মসজিদের খাদেম জোবেদ আলীসহ ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই মামলায় গ্রেপ্তার কৃতদের মধ্যে তিন মামলায় মোট ৫ জন জামিনে আছেন বলে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলায় নিহত হন রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে শহিদুন্নবী জুয়েল।