ভারতে করোনা সংক্রমণ দ্রুত হারে কমছে

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ দুর্বল হচ্ছে। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে গত পাঁচ সপ্তাহের তুলনায় প্রতিদিন নতুন সংক্রমণের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। দৈনিক মৃত্যু গড়ে ৫৫ শতাংশ হ্রাস পেয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কোন মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি। নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেছেন, কোভিডে আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ১১০ জন সংক্রমিত হয়েছেন। আরোগ্য লাভের হার ক্রমশ বাড়তে থাকায় সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা নিয়মিতভাবে হ্রাস পাচ্ছে। সংক্রমিত চিকিৎসাধীন ১ লাখ ৪৩ হাজার ৬২৫ জন। দেশে মোট সংক্রমিতের মাত্র ১ দশমিক ৩২ শতাংশ চিকিৎসাধীন। এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৪৮ হাজার ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টা নতুন করে কোভিডমুক্ত হয়েছেন ১৪ হাজার ১৬ জন। আরোগ্য লাভ করা রোগী এবং সংক্রমিত চিকিৎসাধীনের মধ্যে গত মঙ্গলবারের হিসাবে ব্যবধান ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৮৯৬ জন।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ , ২৮ মাঘ ১৪২৭, ২৮ জমাদিউস সানি ১৪৪২

ভারতে করোনা সংক্রমণ দ্রুত হারে কমছে

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ দুর্বল হচ্ছে। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে গত পাঁচ সপ্তাহের তুলনায় প্রতিদিন নতুন সংক্রমণের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। দৈনিক মৃত্যু গড়ে ৫৫ শতাংশ হ্রাস পেয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কোন মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি। নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেছেন, কোভিডে আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ১১০ জন সংক্রমিত হয়েছেন। আরোগ্য লাভের হার ক্রমশ বাড়তে থাকায় সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা নিয়মিতভাবে হ্রাস পাচ্ছে। সংক্রমিত চিকিৎসাধীন ১ লাখ ৪৩ হাজার ৬২৫ জন। দেশে মোট সংক্রমিতের মাত্র ১ দশমিক ৩২ শতাংশ চিকিৎসাধীন। এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৪৮ হাজার ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টা নতুন করে কোভিডমুক্ত হয়েছেন ১৪ হাজার ১৬ জন। আরোগ্য লাভ করা রোগী এবং সংক্রমিত চিকিৎসাধীনের মধ্যে গত মঙ্গলবারের হিসাবে ব্যবধান ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৮৯৬ জন।