সেপসিসে মৃত্যু হয় ল্যারি কিংয়ের

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেলিভিশন উপস্থাপক ল্যারি কিংয়ের মৃত্যু করোনাভাইরাসে নয়, সেপসিসে হয়েছে। তার প্রকাশিত ডেথ সার্টিফিকেটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে। ২৩ জানুয়ারি ৮৭ বছর বয়সে মৃত্যু হয় ল্যারির। গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। করোনামুক্ত হওয়ার কয়েক সপ্তাহ পর এক সংক্রমণ থেকে সৃষ্ট সেপসিসে ল্যারির মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে বলা হয়, করোনার সঙ্গে তার মৃত্যুর সরাসরি যোগসূত্র নেই। এতে বলা হয়, ল্যারির মৃত্যুর প্রাথমিক কারণ সেপসিস। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হঠাৎ কাজ করা বন্ধ করলে এটি হয়। সাধারণত ছোটখাটো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের মাধ্যমে এর বহির্প্রকাশ ঘটে।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ , ৩১ মাঘ ১৪২৭, ৩১ জমাদিউস সানি ১৪৪২

সেপসিসে মৃত্যু হয় ল্যারি কিংয়ের

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেলিভিশন উপস্থাপক ল্যারি কিংয়ের মৃত্যু করোনাভাইরাসে নয়, সেপসিসে হয়েছে। তার প্রকাশিত ডেথ সার্টিফিকেটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে। ২৩ জানুয়ারি ৮৭ বছর বয়সে মৃত্যু হয় ল্যারির। গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। করোনামুক্ত হওয়ার কয়েক সপ্তাহ পর এক সংক্রমণ থেকে সৃষ্ট সেপসিসে ল্যারির মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে বলা হয়, করোনার সঙ্গে তার মৃত্যুর সরাসরি যোগসূত্র নেই। এতে বলা হয়, ল্যারির মৃত্যুর প্রাথমিক কারণ সেপসিস। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হঠাৎ কাজ করা বন্ধ করলে এটি হয়। সাধারণত ছোটখাটো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের মাধ্যমে এর বহির্প্রকাশ ঘটে।