বিধানসভা নির্বাচন ২২১টি আসন পাব : মমতা

একুশে কমপক্ষে ২২১টি আসন পাবেন। এভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অঙ্ককে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে নিজেদের আসন সংখ্যা আগাম ঘোষণা করে দিলেন প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ বারবার বলেছেন, বাংলায় ২০০র বেশি আসন পাবে বিজেপি। এবার নরেন্দ্র মোদির সেনাপতির পশ্চিমবঙ্গ সফরের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তৃণমূল ২২১-এর বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরবে।

এমনকি নন্দীগ্রাম থেকে অমিত শাহকে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। আর এমন পরিস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এই রাজ্যের রাজনীতি। দৃপ্তকণ্ঠে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, শেষ দু’বার যা আসন পেয়েছি, এবার তার থেকেও বেশি পাব। অর্থাৎ রাজ্যে ফের তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা নিশ্চিত। সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে অমিত শাহকে তিনি বলেন, আসুন নন্দীগ্রামে লড়াই করুন। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন বলে নিজেই ঘোষণা করেছিলেন। সম্প্রতি শুভেন্দু অধিকারী অমিত শাহ’র হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ , ৩১ মাঘ ১৪২৭, ৩১ জমাদিউস সানি ১৪৪২

বিধানসভা নির্বাচন ২২১টি আসন পাব : মমতা

image

মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে কমপক্ষে ২২১টি আসন পাবেন। এভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অঙ্ককে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে নিজেদের আসন সংখ্যা আগাম ঘোষণা করে দিলেন প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ বারবার বলেছেন, বাংলায় ২০০র বেশি আসন পাবে বিজেপি। এবার নরেন্দ্র মোদির সেনাপতির পশ্চিমবঙ্গ সফরের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তৃণমূল ২২১-এর বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরবে।

এমনকি নন্দীগ্রাম থেকে অমিত শাহকে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। আর এমন পরিস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এই রাজ্যের রাজনীতি। দৃপ্তকণ্ঠে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, শেষ দু’বার যা আসন পেয়েছি, এবার তার থেকেও বেশি পাব। অর্থাৎ রাজ্যে ফের তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা নিশ্চিত। সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে অমিত শাহকে তিনি বলেন, আসুন নন্দীগ্রামে লড়াই করুন। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন বলে নিজেই ঘোষণা করেছিলেন। সম্প্রতি শুভেন্দু অধিকারী অমিত শাহ’র হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন।