অভিশংসন বিচার থেকে রেহাই পেলেন ট্রাম্প

কংগ্রেস ভবনে তাণ্ডবের উসকানির দায়ে অভিশংসনের মুখে পড়া ডোনাল্ড ট্রাম্প এবারও বেঁচে গেলেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হলেও রক্ষা পেলেন উচ্চকক্ষ হাউজ অব সিনেটে।

সদ্য সাবেক প্রেসিডেন্টকে অভিশংসিত করার জন্য সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। এ প্রস্তাব পাসের পক্ষে ১০০ সদস্যের সিনেটের মধ্যে ভোট পড়ার দরকার ছিল ৬৭টি। কিন্তু ভোটে দেখা যায় ট্রাম্পকে অভিশংসিত করার পক্ষে ভোট পড়েছে ৫৭টি, বিপক্ষে ৪৩টি। আরও দরকার ছিল ১০ ভোট। অভিশংসনের অভিযোগ থেকে খালাস পাওয়ার পরপরই বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিচারকে ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেছেন তিনি।

ক্ষমতা ছাড়ার দুই সপ্তাহ আগে গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে নজিরবিহীন তাণ্ডব চালান রিপাবলিকান সমর্থকেরা। হামলার সময় ট্রাম্পের পক্ষে তারা স্লোগান দেন। সহিংসতায় প্রাণ হারান পুলিশসহ পাঁচজন আহত হন আরও অনেকে। এতে ট্রাম্পের ইন্ধন ছিল বলে দাবি করে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনে ডেমোক্র্যাটরা।

১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করা হয় ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায়।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

অভিশংসন বিচার থেকে রেহাই পেলেন ট্রাম্প

কংগ্রেস ভবনে তাণ্ডবের উসকানির দায়ে অভিশংসনের মুখে পড়া ডোনাল্ড ট্রাম্প এবারও বেঁচে গেলেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হলেও রক্ষা পেলেন উচ্চকক্ষ হাউজ অব সিনেটে।

সদ্য সাবেক প্রেসিডেন্টকে অভিশংসিত করার জন্য সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। এ প্রস্তাব পাসের পক্ষে ১০০ সদস্যের সিনেটের মধ্যে ভোট পড়ার দরকার ছিল ৬৭টি। কিন্তু ভোটে দেখা যায় ট্রাম্পকে অভিশংসিত করার পক্ষে ভোট পড়েছে ৫৭টি, বিপক্ষে ৪৩টি। আরও দরকার ছিল ১০ ভোট। অভিশংসনের অভিযোগ থেকে খালাস পাওয়ার পরপরই বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিচারকে ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেছেন তিনি।

ক্ষমতা ছাড়ার দুই সপ্তাহ আগে গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে নজিরবিহীন তাণ্ডব চালান রিপাবলিকান সমর্থকেরা। হামলার সময় ট্রাম্পের পক্ষে তারা স্লোগান দেন। সহিংসতায় প্রাণ হারান পুলিশসহ পাঁচজন আহত হন আরও অনেকে। এতে ট্রাম্পের ইন্ধন ছিল বলে দাবি করে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনে ডেমোক্র্যাটরা।

১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করা হয় ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায়।