আল-জাজিরার প্রতিবেদন সরাতে রাজি ফেইসবুক ইউটিউব

অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন নামে প্রচারিত আল-জাজিরার প্রতিবেদনটি সরিয়ে নিতে রাজি হয়েছে ফেইসবুক। গতকাল বিকেলে রাজধানীর রমনার বিটিআরসি কার্যালয়ে এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, বিতর্কিত ওই প্রতিবেদন সরাতে ফেইসবুক কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা চেয়েছিল। সম্প্রতি আদালতের নির্দেশ তাদের সরবরাহ করা হয়েছে। এছাড়া ইউটিউব থেকেও প্রতিবেদনটি সরাতে আলোচনা চলছে।

এর আগে গত বুধবার কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক তথ্যচিত্রটি সরিয়ে ফেলার জন্য ফেইসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে টেলিফোনে ও ই-মেইলের মাধ্যেমে অনুরোধ করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এছাড়া তথ্যচিত্রটি অনলাইন প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন হাইকোর্ট। আদালত এ নির্দেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে বাস্তবায়ন করতে বললে কমিশন এ অনুরোধ পাঠায়। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বাংলাদেশকে নিয়ে আল-জাজিরায় সম্প্রচারিত কনটেন্ট সরানোর বিষয়ে ইতোমধ্যে বিটিআরসি টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে ফেইসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। যেহেতু বিজ্ঞ হাইকোর্ট ওই কনটেন্ট সরানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন, তারই পরিপ্রেক্ষিতে বিটিআরসি কনটেন্ট সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দা প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনটি প্রচার করে আল-জাজিরা। এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে ‘মিথ্যা ও মানহানিকর’ হিসেবে বর্ণনা করে। সেনাবাহিনীর পক্ষ থেকেও ওই প্রতিবেদনকে বর্ণনা করা হয় ‘সাজানো এবং দুরভিসন্ধিমূলক’ হিসেবে। এরপর গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন। ‘অল দা প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনটি ইউটিউব, ফেইসবুক ও টুইটার থেকে অপসারণের নির্দেশনাও চান তিনি।

রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ , ৮ ফাল্গুন ১৪২৭ ৮ রজব ১৪৪২

আল-জাজিরার প্রতিবেদন সরাতে রাজি ফেইসবুক ইউটিউব

নিজস্ব বার্তা পরিবেশক |

অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন নামে প্রচারিত আল-জাজিরার প্রতিবেদনটি সরিয়ে নিতে রাজি হয়েছে ফেইসবুক। গতকাল বিকেলে রাজধানীর রমনার বিটিআরসি কার্যালয়ে এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, বিতর্কিত ওই প্রতিবেদন সরাতে ফেইসবুক কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা চেয়েছিল। সম্প্রতি আদালতের নির্দেশ তাদের সরবরাহ করা হয়েছে। এছাড়া ইউটিউব থেকেও প্রতিবেদনটি সরাতে আলোচনা চলছে।

এর আগে গত বুধবার কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক তথ্যচিত্রটি সরিয়ে ফেলার জন্য ফেইসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে টেলিফোনে ও ই-মেইলের মাধ্যেমে অনুরোধ করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এছাড়া তথ্যচিত্রটি অনলাইন প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন হাইকোর্ট। আদালত এ নির্দেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে বাস্তবায়ন করতে বললে কমিশন এ অনুরোধ পাঠায়। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বাংলাদেশকে নিয়ে আল-জাজিরায় সম্প্রচারিত কনটেন্ট সরানোর বিষয়ে ইতোমধ্যে বিটিআরসি টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে ফেইসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। যেহেতু বিজ্ঞ হাইকোর্ট ওই কনটেন্ট সরানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন, তারই পরিপ্রেক্ষিতে বিটিআরসি কনটেন্ট সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দা প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনটি প্রচার করে আল-জাজিরা। এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে ‘মিথ্যা ও মানহানিকর’ হিসেবে বর্ণনা করে। সেনাবাহিনীর পক্ষ থেকেও ওই প্রতিবেদনকে বর্ণনা করা হয় ‘সাজানো এবং দুরভিসন্ধিমূলক’ হিসেবে। এরপর গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন। ‘অল দা প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনটি ইউটিউব, ফেইসবুক ও টুইটার থেকে অপসারণের নির্দেশনাও চান তিনি।