সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

ফেব্রুয়ারির শেষ কার্যদিবস পতনের পর মার্চের প্রথম কার্যদিবস কিছুটা উত্থান হলেও গতকাল বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৮.২৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৬৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮.৭৫ পয়েন্ট এবং সিডিএসইটি ১৯.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫.৭৪ পয়েন্ট, ২১০৮.১৫ পয়েন্ট এবং ১১৭৪.২২ পয়েন্টে। ডিএসই ৭৮৮ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ১৭০ কোটি ৯২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৮ কোটি টাকার। ডিএসইতে গতকাল ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৩টির বা ৬৫.২৭ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৫টির বা ৯.৮০ শতাংশের এবং ৮৯টির বা ২৪.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২৯.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬.০৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৭ লাখ ৮৬ হাজার ১৫১টি শেয়ার ৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৬০ লাখ টাকার বিডি ফাইন্যান্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া আমান কটনের ৫ লাখ ১০ হাজার টাকার, আমান ফিডের ৯ লাখ ৯২ হাজার টাকার, এপোলো ইস্পাতের ১১ লাখ ২৪ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ১ লাখ ৪২ হাজার টাকার, বেক্সিমকোর ৪৫ লাখ ৫০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৬ লাখ ৭০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২১ লাখ ৯০ হাজার টাকার, ইজেনারেশনের ৫ লাখ ১১ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৬ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ১০ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৩৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৯ লাখ ৭ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ৮ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৫৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৯ হাজার টাকার, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ১১ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ২৯ লাখ ৯৬ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৫ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১৫ হাজার টাকার, সী পার্লের ১০ লাখ ৬৯ হাজার টাকার, সিলকো ফার্মার ৮ লাখ ৬ হাজার টাকার, সিঙ্গার বিডির ২৭ লাখ ৭৫ হাজার টাকার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২০ লাখ ৯৫ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৭ লাখ ৭১ হাজার টাকার এবং ওয়ালটনের ৪০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫টির বা ৯.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের।

সোমবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৩.৭২ শতাংশ কমেছে। এর মাধ্যমে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ৩.১৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.৫৮ শতাংশ, শ্যামপুর সুগারের ২.৪৭ শতাংশ, জিলবাংলা সুগারের ২.৩৪ শতাংশ, মিরাকলের ২.২৫ শতাংশ, বঙ্গজের ২.২৩ শতাংশ, রেকিট বেনকিজারের ২.০১ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১.৭৩ শতাংশ এবং এমআই সিমেন্টের শেয়ার দর ১.৬১ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৩টির বা ৬৫.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পেনিনসুলা চিটাগাংয়ের। গত সোমবার পেনিনসুলার শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পেনিনসুলা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের ৯.৮১ শতাংশ, ইজেনারেশনের ৯.৭৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯.৬৮ শতাংশ, জাহিনটেক্সের ৯.৪৩ শতাংশ, আইএলএফএসএলের ৯.৩০ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.২৩ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ, খান ব্রাদার্সের ৭.৩১ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর ৬.৮৭ শতাংশ বেড়েছে।

বুধবার, ০৩ মার্চ ২০২১ , ১৮ ফাল্গুন ১৪২৭ ১৮ রজব ১৪৪২

সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

ফেব্রুয়ারির শেষ কার্যদিবস পতনের পর মার্চের প্রথম কার্যদিবস কিছুটা উত্থান হলেও গতকাল বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৮.২৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৬৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮.৭৫ পয়েন্ট এবং সিডিএসইটি ১৯.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫.৭৪ পয়েন্ট, ২১০৮.১৫ পয়েন্ট এবং ১১৭৪.২২ পয়েন্টে। ডিএসই ৭৮৮ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ১৭০ কোটি ৯২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৮ কোটি টাকার। ডিএসইতে গতকাল ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৩টির বা ৬৫.২৭ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৫টির বা ৯.৮০ শতাংশের এবং ৮৯টির বা ২৪.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২৯.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬.০৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৭ লাখ ৮৬ হাজার ১৫১টি শেয়ার ৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৬০ লাখ টাকার বিডি ফাইন্যান্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া আমান কটনের ৫ লাখ ১০ হাজার টাকার, আমান ফিডের ৯ লাখ ৯২ হাজার টাকার, এপোলো ইস্পাতের ১১ লাখ ২৪ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ১ লাখ ৪২ হাজার টাকার, বেক্সিমকোর ৪৫ লাখ ৫০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৬ লাখ ৭০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২১ লাখ ৯০ হাজার টাকার, ইজেনারেশনের ৫ লাখ ১১ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৬ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ১০ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৩৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৯ লাখ ৭ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ৮ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৫৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৯ হাজার টাকার, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ১১ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ২৯ লাখ ৯৬ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৫ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১৫ হাজার টাকার, সী পার্লের ১০ লাখ ৬৯ হাজার টাকার, সিলকো ফার্মার ৮ লাখ ৬ হাজার টাকার, সিঙ্গার বিডির ২৭ লাখ ৭৫ হাজার টাকার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২০ লাখ ৯৫ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৭ লাখ ৭১ হাজার টাকার এবং ওয়ালটনের ৪০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫টির বা ৯.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের।

সোমবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৩.৭২ শতাংশ কমেছে। এর মাধ্যমে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ৩.১৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.৫৮ শতাংশ, শ্যামপুর সুগারের ২.৪৭ শতাংশ, জিলবাংলা সুগারের ২.৩৪ শতাংশ, মিরাকলের ২.২৫ শতাংশ, বঙ্গজের ২.২৩ শতাংশ, রেকিট বেনকিজারের ২.০১ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১.৭৩ শতাংশ এবং এমআই সিমেন্টের শেয়ার দর ১.৬১ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৩টির বা ৬৫.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পেনিনসুলা চিটাগাংয়ের। গত সোমবার পেনিনসুলার শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পেনিনসুলা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের ৯.৮১ শতাংশ, ইজেনারেশনের ৯.৭৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯.৬৮ শতাংশ, জাহিনটেক্সের ৯.৪৩ শতাংশ, আইএলএফএসএলের ৯.৩০ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.২৩ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ, খান ব্রাদার্সের ৭.৩১ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর ৬.৮৭ শতাংশ বেড়েছে।