বড় উত্থানের সঙ্গে লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

গত বৃহস্পতিবারের মতো গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। তবে গতকাল শেয়ারবাজারে বেশ বড় উত্থান হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৪.২৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪৩.৩৭ পয়েন্ট এবং সিডিএসইটি ২১.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫৬.৪৬ পয়েন্টে, ২১৫৬.০৫ পয়েন্টে এবং ১১৯৪.৬২ পয়েন্টে। গতকাল ডিএসই ৮৭৪ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৭ কোটি ৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির বা ৩৪.৩৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৩টির বা ৩৭.৪৬ শতাংশের এবং ১০০টির বা ২৮.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৯.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০৫.৮৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়ছে। কোম্পানিগুলোর ৭৯ লাখ ৬৫ হাজার ১৪৬টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৬ কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোট ৪২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোট ৩০ লাখ ৮৯ হাজার টাকার সামিট পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের।

এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৩ লাখ ৭৫ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ১ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১ কোটি ১০ লাখ টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২ কোটি ৯০ লাখ ৫৬ হাজার টাকার, ফু-ওয়াং ফুডসের ৭১ লাখ ৫০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকার, গ্রামীণফোনের ৫ লাখ ৯২ হাজার টাকার, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ২৮ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ২১ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৭ লাখ ২৩ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লাখ ৩১ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৩ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৮ লাখ ৮৭ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬ লাখ ৪ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৫ লাখ ৪৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৫০ হাজার টাকার, রবি আজিয়াটার ৯২ লাখ ৯৯ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩৪ লাখ ৬২ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৫ লাখ ১৩ হাজার টাকার এবং স্টাইল ক্রাফটের ৪৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লকে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৭.৪৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের।

গত বৃহস্পতিবার লেনদেন শেষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৮.৮০ টাকায়। অর্থাৎ গতকাল ফান্ডটির ইউনিট দর ০.৯০ টাকা বা ৯.২৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৮.৩৩ শতাংশ, বিআইএফসির ৭.১৪ শতাংশ, আইএলএফএসএলের ৬.২৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬.০৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৯২ শতাংশ, ইজেনারেশনের ৪.৮২ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.৩৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪.২৭ শতাংশ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ৪.১৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসই’র ব্লকে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২২টির বা ৩৪.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লাফার্জহোলসিমের। গত বৃহস্পতিবার লেনদেন শেষে লাফার্জহোলসিমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৯.৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাফার্জহোলসিম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৭.৪৮ শতাংশ, সামিট পাওয়ারের ৭.৩৩ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৬.৩৫ শতাংশ, বার্জার পেইন্টসের ৬.১২ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৬.০৩ শতাংশ, সিটি ব্যাংকের ৫.৪০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫.৩৩ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.০৪ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৫.০৪ শতাংশ বেড়েছে।

সোমবার, ০৮ মার্চ ২০২১ , ২৩ ফাল্গুন ১৪২৭ ২৩ রজব ১৪৪২

বড় উত্থানের সঙ্গে লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

গত বৃহস্পতিবারের মতো গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। তবে গতকাল শেয়ারবাজারে বেশ বড় উত্থান হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৪.২৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪৩.৩৭ পয়েন্ট এবং সিডিএসইটি ২১.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫৬.৪৬ পয়েন্টে, ২১৫৬.০৫ পয়েন্টে এবং ১১৯৪.৬২ পয়েন্টে। গতকাল ডিএসই ৮৭৪ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৭ কোটি ৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির বা ৩৪.৩৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৩টির বা ৩৭.৪৬ শতাংশের এবং ১০০টির বা ২৮.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৯.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০৫.৮৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়ছে। কোম্পানিগুলোর ৭৯ লাখ ৬৫ হাজার ১৪৬টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৬ কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোট ৪২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোট ৩০ লাখ ৮৯ হাজার টাকার সামিট পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের।

এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৩ লাখ ৭৫ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ১ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১ কোটি ১০ লাখ টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২ কোটি ৯০ লাখ ৫৬ হাজার টাকার, ফু-ওয়াং ফুডসের ৭১ লাখ ৫০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকার, গ্রামীণফোনের ৫ লাখ ৯২ হাজার টাকার, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ২৮ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ২১ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৭ লাখ ২৩ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লাখ ৩১ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৩ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৮ লাখ ৮৭ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬ লাখ ৪ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৫ লাখ ৪৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৫০ হাজার টাকার, রবি আজিয়াটার ৯২ লাখ ৯৯ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩৪ লাখ ৬২ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৫ লাখ ১৩ হাজার টাকার এবং স্টাইল ক্রাফটের ৪৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লকে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৭.৪৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের।

গত বৃহস্পতিবার লেনদেন শেষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৮.৮০ টাকায়। অর্থাৎ গতকাল ফান্ডটির ইউনিট দর ০.৯০ টাকা বা ৯.২৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৮.৩৩ শতাংশ, বিআইএফসির ৭.১৪ শতাংশ, আইএলএফএসএলের ৬.২৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬.০৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৯২ শতাংশ, ইজেনারেশনের ৪.৮২ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.৩৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪.২৭ শতাংশ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ৪.১৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসই’র ব্লকে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২২টির বা ৩৪.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লাফার্জহোলসিমের। গত বৃহস্পতিবার লেনদেন শেষে লাফার্জহোলসিমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৯.৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাফার্জহোলসিম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৭.৪৮ শতাংশ, সামিট পাওয়ারের ৭.৩৩ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৬.৩৫ শতাংশ, বার্জার পেইন্টসের ৬.১২ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৬.০৩ শতাংশ, সিটি ব্যাংকের ৫.৪০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫.৩৩ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.০৪ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৫.০৪ শতাংশ বেড়েছে।