বাংলাদেশের বাজারে টেকনোর স্পার্ক সিক্স গো সংস্করণ

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড টেকনো বাজারে নিয়ে এসেছে স্পার্ক সিক্স গো এর সংস্করণ। ফোনটি এখন ৩/৬৪ জিবি ও ৪/৬৪ জিবি সংস্করণে দেশীয় বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ৯,৯৯০ টাকা এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ১০,৯৯০ টাকা।

‘সুপার ব্যাটারি বিগ ভেল্যু’ স্লোগানের ফোনটির উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি যেটিতে রয়েছে ইনটেলিজেন্ট পাওয়ার সেভিং টেকনোলজি যার ফলে এতে ৪০ ঘণ্টার মতো স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। ৬.৫২ ইঞ্চির ডট-নচ ডিসপ্লের এই ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা যার আপগ্রেডেড এআই এলগরিদম এর ফলে বোকেহ, এআই বিউটি, এএসডি, এইচডিআর ইত্যাদি ফিচার পাওয়া যাবে। আর ডুয়েল ফ্ল্যাশ লাইট থাকায় অন্ধকারেও ভালো ছবি তোলা যাবে।

এ প্রসঙ্গে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ানুল হক জানান, “আমরা আশা করি স্পার্ক সিক্স গো গ্রাহকদের আশা পূরণ করতে সমর্থ হবে। আমরা সামনে মিড রেঞ্জের ফোনের পাশাপাশি উন্নতমানের ফ্লাগশিপ ফোন নিয়ে আসতে কাজ করে যাচ্ছি যাতে সব ধরনের গ্রাহক আমাদের ফোন ব্যবহার করতে পারেন।”

অ্যাকুয়া ব্লু ও আইস জেডাইট এই দুটি কালারে পাওয়া যাবে টেকনো স্পার্ক সিক্স গো। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ , ২৬ ফাল্গুন ১৪২৭ ২৬ রজব ১৪৪২

বাংলাদেশের বাজারে টেকনোর স্পার্ক সিক্স গো সংস্করণ

image

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড টেকনো বাজারে নিয়ে এসেছে স্পার্ক সিক্স গো এর সংস্করণ। ফোনটি এখন ৩/৬৪ জিবি ও ৪/৬৪ জিবি সংস্করণে দেশীয় বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ৯,৯৯০ টাকা এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ১০,৯৯০ টাকা।

‘সুপার ব্যাটারি বিগ ভেল্যু’ স্লোগানের ফোনটির উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি যেটিতে রয়েছে ইনটেলিজেন্ট পাওয়ার সেভিং টেকনোলজি যার ফলে এতে ৪০ ঘণ্টার মতো স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। ৬.৫২ ইঞ্চির ডট-নচ ডিসপ্লের এই ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা যার আপগ্রেডেড এআই এলগরিদম এর ফলে বোকেহ, এআই বিউটি, এএসডি, এইচডিআর ইত্যাদি ফিচার পাওয়া যাবে। আর ডুয়েল ফ্ল্যাশ লাইট থাকায় অন্ধকারেও ভালো ছবি তোলা যাবে।

এ প্রসঙ্গে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ানুল হক জানান, “আমরা আশা করি স্পার্ক সিক্স গো গ্রাহকদের আশা পূরণ করতে সমর্থ হবে। আমরা সামনে মিড রেঞ্জের ফোনের পাশাপাশি উন্নতমানের ফ্লাগশিপ ফোন নিয়ে আসতে কাজ করে যাচ্ছি যাতে সব ধরনের গ্রাহক আমাদের ফোন ব্যবহার করতে পারেন।”

অ্যাকুয়া ব্লু ও আইস জেডাইট এই দুটি কালারে পাওয়া যাবে টেকনো স্পার্ক সিক্স গো। সংবাদ বিজ্ঞপ্তি।