আর্থিক খাতের আইকনিক কোম্পানির পুরস্কার পেল বিকাশ

দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ। ব্যাংকিং সেবার বাইরে থাকা লাখ লাখ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত ব্যাংকিং চ্যানেলের মধ্যে নিয়ে আসায় বিকাশকে পুরস্কৃত করেছে সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ।

গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের হাত থেকে পুরস্কারটি নেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদ।

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ , ১ ফাল্গুন ১৪২৭ ১ রজব ১৪৪২

আর্থিক খাতের আইকনিক কোম্পানির পুরস্কার পেল বিকাশ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ। ব্যাংকিং সেবার বাইরে থাকা লাখ লাখ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত ব্যাংকিং চ্যানেলের মধ্যে নিয়ে আসায় বিকাশকে পুরস্কৃত করেছে সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ।

গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের হাত থেকে পুরস্কারটি নেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদ।