সামান্য উত্থান শেয়ারবাজারে

রোববার বড় পতন হলেও গতকাল সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২.৯৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২.৮৮ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৩.০৯ পয়েন্ট, ২১২৯.১৮ পয়েন্ট এবং ১১৮২.৭৫ পয়েন্টে। গতকাল ডিএসই ৬২৩ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬২২ কোটি ৪৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৬.৪৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৩টির বা ২৯,১০ শতাংশের এবং ১২২টির বা ৩৪.৪৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৪.৫৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ২২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ৭৩টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৯ লাখ ৯৮ হাজার ৬০৯টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২২ কোটি ৯৯ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ইউনাইটেড পাওয়ারের ৫ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

এছাড়া আজিজ পাইপসের ৫ লাখ টাকার, বিকন ফার্মার ১২ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ৬ লাখ ৭১ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১ কোটি ৩৯ লাখ টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৬৭ হাজার টাকার, ডিবিএইচের ৪০ লাখ ৮৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৬ লাখ টাকার, এমারেল্ড অয়েলের ২৩ লাখ ৬৯ হাজার টাকার, জেনেক্সের ২৮ লাখ ১৯ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৯৮ লাখ ৭৫ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৪২ লাখ ৪০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১৩ লাখ ২০ হাজার টাকার, লাফার্জহোসিমের ৩৬ লাখ ৬০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৯ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৪ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৮ লাখ ২০ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৫ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৪ লাখ ৯ হাজার টাকার, সী পার্লের ২৪ লাখ ১৫ হাজার টাকার, শেফার্ডের ৫ লাখ টাকার, সিলভা ফার্মার ৫ লাখ টাকার, সোনালী পেপারের ১৫ লাখ ৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮৫ লাখ ৭৬ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৩টির বা ২৯.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে হা-ওয়েল টেক্সটাইলের। রোববার হা-ওয়েল টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩২.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৬.২৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে হা-ওয়েল টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩১ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.১০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৩.৮৯ শতাংশ, ফাইন ফুডসের ৩.৮৭ শতাংশ, জাহিনটেক্সের ৩.৫০ শতাংশ, মিরাকলের ৩.৩৭ শতাংশ, অলটেক্সের ৩.১৫ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.০৯ শতাংশ এবং আলহাজ টেক্সটাইলের শেয়ার দর ২.৭৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৬.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির। রোববার বাংলাদেশ সাবমেরিনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৯ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮২.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৩.৯০ টাকা বা ৮.২২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, সোনালি আঁশের ৬.৬৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৭৬ শতাংশ, আইডিএলসির ৫.৪৩ শতাংশ, রবি আজিয়াটার ৫.১৫ শতাংশ, এপেক্স ফুটসের ৪.৮৬ শতাংশ, বঙ্গজের ৪.৭৯ শতাংশ, রহিমা ফুডের ৪.৭০ শতাংশ এবং প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৫৮ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ , ১ ফাল্গুন ১৪২৭ ১ রজব ১৪৪২

সামান্য উত্থান শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

রোববার বড় পতন হলেও গতকাল সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২.৯৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২.৮৮ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৩.০৯ পয়েন্ট, ২১২৯.১৮ পয়েন্ট এবং ১১৮২.৭৫ পয়েন্টে। গতকাল ডিএসই ৬২৩ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬২২ কোটি ৪৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৬.৪৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৩টির বা ২৯,১০ শতাংশের এবং ১২২টির বা ৩৪.৪৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৪.৫৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ২২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ৭৩টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৯ লাখ ৯৮ হাজার ৬০৯টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২২ কোটি ৯৯ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ইউনাইটেড পাওয়ারের ৫ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

এছাড়া আজিজ পাইপসের ৫ লাখ টাকার, বিকন ফার্মার ১২ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ৬ লাখ ৭১ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১ কোটি ৩৯ লাখ টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৬৭ হাজার টাকার, ডিবিএইচের ৪০ লাখ ৮৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৬ লাখ টাকার, এমারেল্ড অয়েলের ২৩ লাখ ৬৯ হাজার টাকার, জেনেক্সের ২৮ লাখ ১৯ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৯৮ লাখ ৭৫ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৪২ লাখ ৪০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১৩ লাখ ২০ হাজার টাকার, লাফার্জহোসিমের ৩৬ লাখ ৬০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৯ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৪ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৮ লাখ ২০ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৫ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৪ লাখ ৯ হাজার টাকার, সী পার্লের ২৪ লাখ ১৫ হাজার টাকার, শেফার্ডের ৫ লাখ টাকার, সিলভা ফার্মার ৫ লাখ টাকার, সোনালী পেপারের ১৫ লাখ ৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮৫ লাখ ৭৬ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৩টির বা ২৯.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে হা-ওয়েল টেক্সটাইলের। রোববার হা-ওয়েল টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩২.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৬.২৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে হা-ওয়েল টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩১ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.১০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৩.৮৯ শতাংশ, ফাইন ফুডসের ৩.৮৭ শতাংশ, জাহিনটেক্সের ৩.৫০ শতাংশ, মিরাকলের ৩.৩৭ শতাংশ, অলটেক্সের ৩.১৫ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.০৯ শতাংশ এবং আলহাজ টেক্সটাইলের শেয়ার দর ২.৭৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৬.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির। রোববার বাংলাদেশ সাবমেরিনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৯ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮২.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৩.৯০ টাকা বা ৮.২২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, সোনালি আঁশের ৬.৬৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৭৬ শতাংশ, আইডিএলসির ৫.৪৩ শতাংশ, রবি আজিয়াটার ৫.১৫ শতাংশ, এপেক্স ফুটসের ৪.৮৬ শতাংশ, বঙ্গজের ৪.৭৯ শতাংশ, রহিমা ফুডের ৪.৭০ শতাংশ এবং প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৫৮ শতাংশ বেড়েছে।