পতনের বৃত্তে শেয়ারবাজার

কমলো ৮৩ পয়েন্ট

ধারাবাহিক পতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের শেয়ারবাজার। এক কার্যদিবসে ১০ পয়েন্ট বাড়লে পরের দিনই ফের ৫০ পয়েন্ট কমছে। এভাবে ধারাবাহিক পতনের মধ্যেই রয়েছে শেয়ারবাজার। এই ধারাবাহিক পতনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। আগের কার্যদিবস নামমাত্র উত্থান হলেও গতকাল ব্যাপক পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৩.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩০.১২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.০৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮.৮৯ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ২০.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২১.৫৩ পয়েন্টে, ২০২৪.৬৬ পয়েন্টে এবং ১১৩৩.৭৮ পয়েন্টে। গতকাল ডিএসই ৫৩০ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫০ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩১ কোটি ৬ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির বা ৬.৫২ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৪টির বা ৬৬.২৯ শতাংশের এবং ৯৬টির বা ২৭.১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৭.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪.৫৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দর বেড়েছে, কমেছে ১৪৯টির আর ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৫২ লাখ ১৫ হাজার ৯৭২টি শেয়ার ৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৮১ লাখ টাকার ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জিবিবি পাওয়ারের।

এছাড়া আমান কটনের ৮ লাখ ২৫ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৪৪ লাখ ২০ হাাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭ লাখ ৪৫ হাজার টাকার, বেক্সিমকোর ২৯ লাখ ১০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৮ লাখ ৬২ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৯ লাখ ২৭ হাজার টাকার, ডিবিএইচের ১৫ লাখ ৮২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯৫ লাখ ৮০ হাজার টাকার, জেনেক্সের ৫৫ লাখ ৫৮ হাজার টাকার, গোল্ডেন হাভেস্ট এগ্রোর ৫ লাখ ৬ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩৯ লাখ ৭৩ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ টাকার, প্যারাামাউন্ট ইন্স্যুরেন্সের র৪৭ লাখ ৫২ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪ কোটি ২২ লাখ ১৯ হাজার টাকার এবং স্কয়ার ফার্মাার ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৪টির বা ৬৬.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশে কমেছে ইজেনারেশনের। গত মঙ্গলবার ইজেনারেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৭.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৮.৪১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইজেনারেশন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফের ৭.৭৬ শতাংশ, বেক্সিমকোর ৭.৪১ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৬.৬৬ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.৪৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৬.৪২ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.৩৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৬.৩৫ শতাংশ, গোল্ডেন সনের ৬.২৯ শতাংশ এবং ন্যাাশনাল ফিড মিলসের শেয়ার দর ৬.২১ শতাংশ কমেছে।

গত ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২৩টির বা ৬.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশে বেড়েছে প্রিমিয়ার লিজিংয়ের। গত মঙ্গলবার প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৮.৪৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রিমিয়ার লিজিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৫.০১ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৮ শতাংশ, পূবালী ব্যাংকের ১.২৬ শতাংশ, নাভানা সিএনজির ০.৯০ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ০.৮২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ০.৭৪ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ০.৬৭ শতাংশ, বিডি ল্যাাম্পসের ০.৫৬ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের শেয়ার দর ০.৪৭ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ , ১১ চৈত্র ১৪২৭ ১০ শাবান ১৪৪২

পতনের বৃত্তে শেয়ারবাজার

কমলো ৮৩ পয়েন্ট

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

ধারাবাহিক পতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের শেয়ারবাজার। এক কার্যদিবসে ১০ পয়েন্ট বাড়লে পরের দিনই ফের ৫০ পয়েন্ট কমছে। এভাবে ধারাবাহিক পতনের মধ্যেই রয়েছে শেয়ারবাজার। এই ধারাবাহিক পতনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। আগের কার্যদিবস নামমাত্র উত্থান হলেও গতকাল ব্যাপক পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৩.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩০.১২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.০৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮.৮৯ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ২০.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২১.৫৩ পয়েন্টে, ২০২৪.৬৬ পয়েন্টে এবং ১১৩৩.৭৮ পয়েন্টে। গতকাল ডিএসই ৫৩০ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫০ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩১ কোটি ৬ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির বা ৬.৫২ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৪টির বা ৬৬.২৯ শতাংশের এবং ৯৬টির বা ২৭.১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৭.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪.৫৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দর বেড়েছে, কমেছে ১৪৯টির আর ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৫২ লাখ ১৫ হাজার ৯৭২টি শেয়ার ৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৮১ লাখ টাকার ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জিবিবি পাওয়ারের।

এছাড়া আমান কটনের ৮ লাখ ২৫ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৪৪ লাখ ২০ হাাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭ লাখ ৪৫ হাজার টাকার, বেক্সিমকোর ২৯ লাখ ১০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৮ লাখ ৬২ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৯ লাখ ২৭ হাজার টাকার, ডিবিএইচের ১৫ লাখ ৮২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯৫ লাখ ৮০ হাজার টাকার, জেনেক্সের ৫৫ লাখ ৫৮ হাজার টাকার, গোল্ডেন হাভেস্ট এগ্রোর ৫ লাখ ৬ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩৯ লাখ ৭৩ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ টাকার, প্যারাামাউন্ট ইন্স্যুরেন্সের র৪৭ লাখ ৫২ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪ কোটি ২২ লাখ ১৯ হাজার টাকার এবং স্কয়ার ফার্মাার ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৪টির বা ৬৬.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশে কমেছে ইজেনারেশনের। গত মঙ্গলবার ইজেনারেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৭.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৮.৪১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইজেনারেশন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফের ৭.৭৬ শতাংশ, বেক্সিমকোর ৭.৪১ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৬.৬৬ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.৪৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৬.৪২ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.৩৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৬.৩৫ শতাংশ, গোল্ডেন সনের ৬.২৯ শতাংশ এবং ন্যাাশনাল ফিড মিলসের শেয়ার দর ৬.২১ শতাংশ কমেছে।

গত ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২৩টির বা ৬.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশে বেড়েছে প্রিমিয়ার লিজিংয়ের। গত মঙ্গলবার প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৮.৪৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রিমিয়ার লিজিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৫.০১ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৮ শতাংশ, পূবালী ব্যাংকের ১.২৬ শতাংশ, নাভানা সিএনজির ০.৯০ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ০.৮২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ০.৭৪ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ০.৬৭ শতাংশ, বিডি ল্যাাম্পসের ০.৫৬ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের শেয়ার দর ০.৪৭ শতাংশ বেড়েছে।