দেশে পাওয়া যাচ্ছে আসুসটর পণ্য

নেটওয়ার্ক এটাস্ট স্টোরেজ (এনএএস) ব্র্যান্ড আসুসটর এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দেশে অফিসিয়ালি আসুসটর পণ্য বাজারজাত করছে। আসুসটর আসুসের একটি সহযোগী প্রতিষ্ঠান যা মূলত নেটওয়ার্ক এটাস্ট স্টোরেজ ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বিশ^জুড়ে পরিচিত।

অফিস অথবা ব্যক্তিগত সব ডাটা ব্যাকআপে ক্লাউড স্টোরেজ তুলনামূলক ব্যয়বহুল হওয়ায় ব্যবহার করা হচ্ছে এনএএস ডিভাইস। খুব সহজে রাউটারের সঙ্গে কানেক্ট করে নেটওয়ার্ক তৈরি করে একসঙ্গে একাধিক ডিভাইসের ডাটা ব্যাকআপ রাখা যাবে এনএএস ডিভাইসে। দেশে আসুসটরের এনএএস ডিভাইসগুলোর মধ্যে এএস ৭১১৬আরডিএক্স, এএস৭১১০টি, এস৬২০৪আরএস এবং এএস৬৬০ফোরটি মডেলগুলো বেশ জনপ্রিয়।

আসুসটর পণ্যের দাম ও বিস্তারিত জানা যাবে www.startech.com.bd/asustor ঠিকানায়। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ , ১৩ বৈশাখ ১৪২৮ ১৩ রমজান ১৪৪২

দেশে পাওয়া যাচ্ছে আসুসটর পণ্য

image

নেটওয়ার্ক এটাস্ট স্টোরেজ (এনএএস) ব্র্যান্ড আসুসটর এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দেশে অফিসিয়ালি আসুসটর পণ্য বাজারজাত করছে। আসুসটর আসুসের একটি সহযোগী প্রতিষ্ঠান যা মূলত নেটওয়ার্ক এটাস্ট স্টোরেজ ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বিশ^জুড়ে পরিচিত।

অফিস অথবা ব্যক্তিগত সব ডাটা ব্যাকআপে ক্লাউড স্টোরেজ তুলনামূলক ব্যয়বহুল হওয়ায় ব্যবহার করা হচ্ছে এনএএস ডিভাইস। খুব সহজে রাউটারের সঙ্গে কানেক্ট করে নেটওয়ার্ক তৈরি করে একসঙ্গে একাধিক ডিভাইসের ডাটা ব্যাকআপ রাখা যাবে এনএএস ডিভাইসে। দেশে আসুসটরের এনএএস ডিভাইসগুলোর মধ্যে এএস ৭১১৬আরডিএক্স, এএস৭১১০টি, এস৬২০৪আরএস এবং এএস৬৬০ফোরটি মডেলগুলো বেশ জনপ্রিয়।

আসুসটর পণ্যের দাম ও বিস্তারিত জানা যাবে www.startech.com.bd/asustor ঠিকানায়। সংবাদ বিজ্ঞপ্তি।