শিশু সন্তানদের সামনে অসুস্থ গৃহবধূকে মারপিট

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে একটি বসতবাড়িতে ঢুকে শিশু সন্তানদের সম্মুখে মাকে বেধড়ক মারপিট করা হয়েছে। খবর পেয়ে দিনমজুর পিতা ঠেকাতে আসলে তাকেও মারপিট করা হয়। এ ঘটনায় দিন মজুর রবিউল সেখ বাদী হয়ে গতকাল বিকেলে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে দিনমজুর রবিউল শেখ বলেন সরকারি বসতঘর পেতে দাবি করা অনৈতিক টাকা না দেয়ায় পূর্ব- বিষ্ণুপুর গ্রামের কাজী মুকিত হোসেন ও একই এলাকার আবদুল্লাহ মোল্লা গত মঙ্গলবার সন্ধ্যায় আমার বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রী গুরুতর অসুস্থ ফাতেমা বেগমকে বেধড়ক মারপিট করে।

ফাতেমা বেগমের অপারেশন স্থান পেটে লাথি মেরে মারাত্বক আহত করে। এ সময় আমার ২টি শিশু ছেলে-মেয়ে ভয়ে চিৎকার দেয়। পরে আমি বাড়িতে এসে স্ত্রীকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা আমাকেও মারপিট করে। রাতেই স্ত্রীকে নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের পরামর্শে কাজী মুকিত হোসেন ও আবদুল্লাহ কে আসামি করে গতকাল বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ , ২৪ বৈশাখ ১৪২৮ ২৪ রমজান ১৪৪২

বাগেরহাটে বসতবাড়িতে ঢুকে

শিশু সন্তানদের সামনে অসুস্থ গৃহবধূকে মারপিট

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে একটি বসতবাড়িতে ঢুকে শিশু সন্তানদের সম্মুখে মাকে বেধড়ক মারপিট করা হয়েছে। খবর পেয়ে দিনমজুর পিতা ঠেকাতে আসলে তাকেও মারপিট করা হয়। এ ঘটনায় দিন মজুর রবিউল সেখ বাদী হয়ে গতকাল বিকেলে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে দিনমজুর রবিউল শেখ বলেন সরকারি বসতঘর পেতে দাবি করা অনৈতিক টাকা না দেয়ায় পূর্ব- বিষ্ণুপুর গ্রামের কাজী মুকিত হোসেন ও একই এলাকার আবদুল্লাহ মোল্লা গত মঙ্গলবার সন্ধ্যায় আমার বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রী গুরুতর অসুস্থ ফাতেমা বেগমকে বেধড়ক মারপিট করে।

ফাতেমা বেগমের অপারেশন স্থান পেটে লাথি মেরে মারাত্বক আহত করে। এ সময় আমার ২টি শিশু ছেলে-মেয়ে ভয়ে চিৎকার দেয়। পরে আমি বাড়িতে এসে স্ত্রীকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা আমাকেও মারপিট করে। রাতেই স্ত্রীকে নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের পরামর্শে কাজী মুকিত হোসেন ও আবদুল্লাহ কে আসামি করে গতকাল বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।