ঈদের নাটক ‘হঠাৎ বাদশাহ’

র্নিমিত হয়েছে ঈদের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘হঠাৎ বাদশাহ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। বাংলাভিশনের ঈদের অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, শামীমা নাজনীন, মতিউর রহমান, আহসান কবির, সিলভিয়া, আল আমীন সবুজ, ইকবাল হোসেন, শহিদুল মুরাদ প্রমুখ।

নির্মাতা মাসুদ সেজান নাটকটির গল্প সম্পর্কে বলেন, ‘যখন কেউ বিপদে পড়ে, সেটা হতে পারে হঠাৎ করে চাকরি চলে গেছে ঠিক তখনই চেনা মানুষগুলো দ্রুত বদলে যায়। এত দিন যাকে প্রিয় বন্ধু হিসেবে জেনে এসেছে, আজকে বিপদ দেখেই পালিয়ে গেছে। সুখের দিনে তো বন্ধুর অভাব হয় না কিন্তু একটি মানুষ যখন বিপদে পড়ে, তখন যদি আরেকটি মানুষ তার সাহায্যে এগিয়ে না আসে তাহলে কিসের মানবিকতা, কিসের সমাজ? এই সভ্যতা নিয়ে আমরা কোথায় চলেছি?’

শনিবার, ০৮ মে ২০২১ , ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

ঈদের নাটক ‘হঠাৎ বাদশাহ’

বিনোদন প্রতিবেদক |

image

র্নিমিত হয়েছে ঈদের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘হঠাৎ বাদশাহ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। বাংলাভিশনের ঈদের অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, শামীমা নাজনীন, মতিউর রহমান, আহসান কবির, সিলভিয়া, আল আমীন সবুজ, ইকবাল হোসেন, শহিদুল মুরাদ প্রমুখ।

নির্মাতা মাসুদ সেজান নাটকটির গল্প সম্পর্কে বলেন, ‘যখন কেউ বিপদে পড়ে, সেটা হতে পারে হঠাৎ করে চাকরি চলে গেছে ঠিক তখনই চেনা মানুষগুলো দ্রুত বদলে যায়। এত দিন যাকে প্রিয় বন্ধু হিসেবে জেনে এসেছে, আজকে বিপদ দেখেই পালিয়ে গেছে। সুখের দিনে তো বন্ধুর অভাব হয় না কিন্তু একটি মানুষ যখন বিপদে পড়ে, তখন যদি আরেকটি মানুষ তার সাহায্যে এগিয়ে না আসে তাহলে কিসের মানবিকতা, কিসের সমাজ? এই সভ্যতা নিয়ে আমরা কোথায় চলেছি?’