ঈদে বৈশাখী টিভিতে ১৪ সিনেমা

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে এবার ১৪টি সিনেমা। ঈদের ৭ দিনের অনুষ্ঠানমালায় প্রতিদিন প্রচার হবে দুটি সিনেমা। প্রচার সময় হচ্ছে দুপুর ২টা ২০ মি. এবং রাত ১১টা ৩৫ মি.। ঈদের দিন দুপুরে প্রচার হবে ‘দ্য স্পিড’। অভিনয়ে অনন্ত জলিল, ববি, রাজ্জাক, আলমগীর প্রমুখ। রাতে প্রচার হবে ‘ধোঁকা’। এতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, শাপলা, মিশা প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন দুপুরে প্রচার হবে ‘জান্নাত’। অভিনয়ে মাহিয়া মাহি, সায়মন সাদিক প্রমুখ। রাতে প্রচার হবে ‘বলবো কথা বাসর ঘরে’। অভিনয়ে শাকিব খান, শাবনূর, সাহারা প্রমুখ। ঈদের তৃতীয় দিন দুপুরে প্রচার হবে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা প্রমুখ। রাতে প্রচার হবে ‘গরিবের ভাই’। অভিনয়ে ডিপজল, রেসি, ইমন, রোমানা, মিশা প্রমুখ। ঈদের চতুর্থ দিন দুপুরে রয়েছে ‘বিশ্ব প্রেমিক’। অভিনয় করেছেন রুবেল, মৌসুমী প্রমুখ। রাতে প্রচার হবে ‘রাজধানী’। অভিনয় করেছেন মান্না, সুমনা সোমা প্রমুখ। ঈদের ৫ম দিন দুপুরে রয়েছে ‘অন্তরে অন্তরে’। অভিনয়ে সালমান শাহ, মৌসুমী প্রমুখ। রাতে প্রচার হবে ‘দারোয়ানের ছেলে’। অভিনয়ে কাজী মারুফ, সাহারা, শাহীন আলম প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন দুপুরে রয়েছে ‘মন বসে না পড়ার টেবিলে’। অভিনয়ে- রিয়াজ, শাবনূর, এটিএম শামসুজ্জামান প্রমুখ। রাতে প্রচার হবে ‘সাত খুন মাফ’। অভিনয়ে শাকিব খান, নদী, আমিন খান প্রমুখ। ঈদের ৭ম দিন দুপুরে প্রচার হবে ‘মানিক রতন দুই ভাই’। অভিনয়ে- কাজী মারুফ, তমা মির্জ্জা, প্রমুখ। রাতে প্রচার হবে রাজ্জাক, সুচরিতা, সম্রাট, রেসি, নিপুণ অভিনীত ছবি ‘বাপ বড় না শ্বশুর বড়’।

রবিবার, ০৯ মে ২০২১ , ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

ঈদে বৈশাখী টিভিতে ১৪ সিনেমা

বিনোদন প্রতিবেদক |

image

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে এবার ১৪টি সিনেমা। ঈদের ৭ দিনের অনুষ্ঠানমালায় প্রতিদিন প্রচার হবে দুটি সিনেমা। প্রচার সময় হচ্ছে দুপুর ২টা ২০ মি. এবং রাত ১১টা ৩৫ মি.। ঈদের দিন দুপুরে প্রচার হবে ‘দ্য স্পিড’। অভিনয়ে অনন্ত জলিল, ববি, রাজ্জাক, আলমগীর প্রমুখ। রাতে প্রচার হবে ‘ধোঁকা’। এতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, শাপলা, মিশা প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন দুপুরে প্রচার হবে ‘জান্নাত’। অভিনয়ে মাহিয়া মাহি, সায়মন সাদিক প্রমুখ। রাতে প্রচার হবে ‘বলবো কথা বাসর ঘরে’। অভিনয়ে শাকিব খান, শাবনূর, সাহারা প্রমুখ। ঈদের তৃতীয় দিন দুপুরে প্রচার হবে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা প্রমুখ। রাতে প্রচার হবে ‘গরিবের ভাই’। অভিনয়ে ডিপজল, রেসি, ইমন, রোমানা, মিশা প্রমুখ। ঈদের চতুর্থ দিন দুপুরে রয়েছে ‘বিশ্ব প্রেমিক’। অভিনয় করেছেন রুবেল, মৌসুমী প্রমুখ। রাতে প্রচার হবে ‘রাজধানী’। অভিনয় করেছেন মান্না, সুমনা সোমা প্রমুখ। ঈদের ৫ম দিন দুপুরে রয়েছে ‘অন্তরে অন্তরে’। অভিনয়ে সালমান শাহ, মৌসুমী প্রমুখ। রাতে প্রচার হবে ‘দারোয়ানের ছেলে’। অভিনয়ে কাজী মারুফ, সাহারা, শাহীন আলম প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন দুপুরে রয়েছে ‘মন বসে না পড়ার টেবিলে’। অভিনয়ে- রিয়াজ, শাবনূর, এটিএম শামসুজ্জামান প্রমুখ। রাতে প্রচার হবে ‘সাত খুন মাফ’। অভিনয়ে শাকিব খান, নদী, আমিন খান প্রমুখ। ঈদের ৭ম দিন দুপুরে প্রচার হবে ‘মানিক রতন দুই ভাই’। অভিনয়ে- কাজী মারুফ, তমা মির্জ্জা, প্রমুখ। রাতে প্রচার হবে রাজ্জাক, সুচরিতা, সম্রাট, রেসি, নিপুণ অভিনীত ছবি ‘বাপ বড় না শ্বশুর বড়’।