সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে সোচ্চার দেশ

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে লাঞ্ছিত ও আটকের পর মামলার দিয়ে কারাবন্ধি করার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন করেছেন সারা দেশের সাংবাদিকেরা। আমাদের জেলা বার্তা পরিবেশক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

নওগাঁ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা এবং সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন নওগাঁর সাংবাদিকরা। গতকাল বুধবার সকালে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নওগাঁ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। নওগাঁ প্রেসক্লাবের বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলের পরিচালনায় মানববন্ধন বক্তব্য দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি রায়হানুল আলম, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হারুন অর রশীদ চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, যুগান্তর ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আব্বাস আলী প্রমুখ।

নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল নবীনগর প্রেস ক্লাবের আয়োজনে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে উক্ত মানববন্ধন পালিত হয়ে। এ সময় মানববন্ধন অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, উপজেলা আওযামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক মো. নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল সাবেক সিনিয়র সহ-সভাপাত আরিফুল ইসলাম মিনাজ প্রমুখ।

সিরাজগঞ্জ

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন কালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে এবং নিঃস্বার্থে মুক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ নাজমুল চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক দিলীপ গৌর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।

ঠাকুরগাঁও

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনার ইসলামের নিঃস্বর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ঠাকুরগাঁয়ের সাংবাদিক নেতারা। গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে এ দাবি করেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে লেখক, সাংবাদিক, ক্রীড়াবিদ, রাজনৈতিক ও শুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এ্যাডভোকেট আবু তোরাব মানিক, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, ঠাকুরগাঁও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিলন প্রমুখ।

সাভার

সকালে সাভার প্রেসক্লাবের সামনে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে । এরআগে প্রেসক্লাব অডিটরিয়ামে ১ ঘণ্টা কলম বিরতি পালন করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন- ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, বাংলা টিভির জাবেদ মোস্তফা, বৈশাখী টিভির আব্দুল হালিম, জিটিভির আজিম উদ্দিন, আরটিভির জিয়াউর রহমান জিয়া, দৈনিক সংবাদের লোটন আচার্য, জনকণ্ঠের অঙ্গন সাহা, দেশ রুপান্তরের ওমর ফারুকসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যম কর্মীরা ।

উলিপুর

দুর্নীতিবাজ স্বাস্থ্য বিভাগের উপসচিব জেবুন্নেছা কর্তৃক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্চিত ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গতকাল বুধবার বড় মসজিদ মোড়ে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ গ্রহণকারী সাংবাদিকরা সরকারের প্রতি রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দুর্নীতিবাজ উপসচিব জেবুন্নেছার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনের আওতায় আনা দাবি জানিয়ে বক্তব্য রাখেন মানবজমিন পত্রিকা সাংবাদিক আবু সাঈদ সরকার, ভোরের কাগজ প্রতিবেদক তৈয়বুর রহমান, মঞ্জুরুল হান্নান,শহিদুল আলম বাবুল, নুরবক্ত মিঞা, নুরুজ্জামান সরকার,আমিনুল ইসলাম বিটু ও প্রেসক্লাবের আহ্বায়ক আনিছুর রহমান মিয়াজী প্রমুখ।

ময়মনসিংহ

ময়মনসিংহ প্রেসক্লারের উদ্যোগে গতকাল বুধবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তার সভাপতিত্বে সমাবেশে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, টেলিভিশন জার্নলিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সহ-সভাপতি শরীফুজ্জামান টিটুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শাহজাদপুর

প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বুধবার শাহজাদপুরে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এদিন সকাল ১১ টায় থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল কাশেম, এম.এ জাফর লিটন, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, ওমর ফারুক, মুমীদুজ্জামান জাহান, হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, আল-আমিন হোসেন, জহুরুল ইসলাম প্রমুখ।

মুরাদনগর

গতকাল বুধবার সকালে উপজেলা সদরের আল্লাহু চত্বরে মানবন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুর রহমান রনি, আব্দুল আউয়াল সরকার, আবুল কালাম আজাদ, এমকেআই জাবেদ, এন এ মুরাদ, সফিকুল ইসলাম, জাকির হোসেন, সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম, রুহুল আমিন। মাহবুব আলম আরিফের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মনিরুজ্জামান, শামীম আহম্মেদ, দেলোয়ার হোসেন, ফাহাদ রহমান, এম এইচ শুভ, রাসেল মিয়া প্রমুখ।

রাজবাড়ী

গতকাল বুধবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি ও রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সাংবাদিক লিটন চক্রবর্তী, এজাজ আহমেদসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য দেন।

এ সময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ মিয়া, সহ-সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় মহিপুর প্রেসক্লাবের আয়োজনে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিল মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর শাখার সম্পাদক মো.সাইদুর রহমান সাইদ, কুয়াকাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হোসাইন আমির, মহিপুর প্রেসক্লাবের দফতর সম্পাদক হাফিজুর রহমান আকাশসহ গণমাধ্যমকর্মীরা।

শ্রীনগর

গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে শ্রীনগর প্রেসক্লাবের সদস্যরাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত উপজেলার কলম সৈনিকবৃন্দ মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, সহ- সভাপতি শাহজাহান খান, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রয়েল, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহাবাৎ, সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজবংশী, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এ সময় আরও উপিস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সদস্য উজ্জ¦ল দত্ত, আরিফুল ইসলাম শ্যামল, অমিত খান, আমিনুল ইসলাম মাসুম, মোহন মোড়ল, নাজমুল খান সুজনবৃন্দসহ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কলম সৈনিকগণ।

কালীগঞ্জ

সকাল ১০ টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করেন জাতীয়, আঞ্চলিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত কালীগঞ্জের সকল সাংবাদিকসহ মানবাধিকার সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সমকালের প্রতিনিধি জামির হোসেন, সরেজমিনের জাকারিয়া হোসেন, কালের কণ্ঠের নয়ন খন্দকার, মাইটিভির মিঠু মালিথা, আরটিভির শিপলু জামান, মানবাধিকার কর্মী শিবুপদ বিশ^াস ও ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্য।

রূপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, দৈনিক নতুন বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ মান্নান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, রাসেল মাহমুদ, ইমদাদুল হক দুলাল, রোবেল মাহমুদ, শাহেল মাহমুদ, এস এম আবু কাউসার, লিখন রাজ, কবি নায়েব আলী প্রমুখ।

কেশবপুর

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনে কেশবপুর পেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার কেশবপুর পেসক্লাব হলে সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেশবপুর পেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আডভোকেট আবুবকর সিদ্দিকী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, উৎপল দে, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, সদস্য দীলিপ মোদক প্রমুখ।

মির্জাগঞ্জে

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালয়ে টানা ৫ ঘণ্টা আটকে রেখে হেনস্থা ও নির্যাতনের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মির্জাগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে বক্তব্য দেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, সহ-সভাপতি মো. ফারুক খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম ও প্রথম আলো প্রতিনিধি মো. জাকির হোসেন।

চট্টগ্রাম

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের পরিচালনা ও সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি শহিদুল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি অনিন্দ্য টিটোসহ চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ২০ মে ২০২১ , ৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ৭ শাওয়াল ১৪৪২

সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে সোচ্চার দেশ

সংবাদ ন্যাশনাল ডেস্ক

image

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে লাঞ্ছিত ও আটকের পর মামলার দিয়ে কারাবন্ধি করার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন করেছেন সারা দেশের সাংবাদিকেরা। আমাদের জেলা বার্তা পরিবেশক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

নওগাঁ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা এবং সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন নওগাঁর সাংবাদিকরা। গতকাল বুধবার সকালে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নওগাঁ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। নওগাঁ প্রেসক্লাবের বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলের পরিচালনায় মানববন্ধন বক্তব্য দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি রায়হানুল আলম, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হারুন অর রশীদ চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, যুগান্তর ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আব্বাস আলী প্রমুখ।

নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল নবীনগর প্রেস ক্লাবের আয়োজনে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে উক্ত মানববন্ধন পালিত হয়ে। এ সময় মানববন্ধন অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, উপজেলা আওযামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক মো. নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল সাবেক সিনিয়র সহ-সভাপাত আরিফুল ইসলাম মিনাজ প্রমুখ।

সিরাজগঞ্জ

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন কালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে এবং নিঃস্বার্থে মুক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ নাজমুল চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক দিলীপ গৌর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।

ঠাকুরগাঁও

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনার ইসলামের নিঃস্বর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ঠাকুরগাঁয়ের সাংবাদিক নেতারা। গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে এ দাবি করেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে লেখক, সাংবাদিক, ক্রীড়াবিদ, রাজনৈতিক ও শুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এ্যাডভোকেট আবু তোরাব মানিক, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, ঠাকুরগাঁও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিলন প্রমুখ।

সাভার

সকালে সাভার প্রেসক্লাবের সামনে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে । এরআগে প্রেসক্লাব অডিটরিয়ামে ১ ঘণ্টা কলম বিরতি পালন করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন- ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, বাংলা টিভির জাবেদ মোস্তফা, বৈশাখী টিভির আব্দুল হালিম, জিটিভির আজিম উদ্দিন, আরটিভির জিয়াউর রহমান জিয়া, দৈনিক সংবাদের লোটন আচার্য, জনকণ্ঠের অঙ্গন সাহা, দেশ রুপান্তরের ওমর ফারুকসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যম কর্মীরা ।

উলিপুর

দুর্নীতিবাজ স্বাস্থ্য বিভাগের উপসচিব জেবুন্নেছা কর্তৃক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্চিত ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গতকাল বুধবার বড় মসজিদ মোড়ে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ গ্রহণকারী সাংবাদিকরা সরকারের প্রতি রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দুর্নীতিবাজ উপসচিব জেবুন্নেছার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনের আওতায় আনা দাবি জানিয়ে বক্তব্য রাখেন মানবজমিন পত্রিকা সাংবাদিক আবু সাঈদ সরকার, ভোরের কাগজ প্রতিবেদক তৈয়বুর রহমান, মঞ্জুরুল হান্নান,শহিদুল আলম বাবুল, নুরবক্ত মিঞা, নুরুজ্জামান সরকার,আমিনুল ইসলাম বিটু ও প্রেসক্লাবের আহ্বায়ক আনিছুর রহমান মিয়াজী প্রমুখ।

ময়মনসিংহ

ময়মনসিংহ প্রেসক্লারের উদ্যোগে গতকাল বুধবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তার সভাপতিত্বে সমাবেশে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, টেলিভিশন জার্নলিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সহ-সভাপতি শরীফুজ্জামান টিটুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শাহজাদপুর

প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বুধবার শাহজাদপুরে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এদিন সকাল ১১ টায় থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল কাশেম, এম.এ জাফর লিটন, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, ওমর ফারুক, মুমীদুজ্জামান জাহান, হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, আল-আমিন হোসেন, জহুরুল ইসলাম প্রমুখ।

মুরাদনগর

গতকাল বুধবার সকালে উপজেলা সদরের আল্লাহু চত্বরে মানবন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুর রহমান রনি, আব্দুল আউয়াল সরকার, আবুল কালাম আজাদ, এমকেআই জাবেদ, এন এ মুরাদ, সফিকুল ইসলাম, জাকির হোসেন, সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম, রুহুল আমিন। মাহবুব আলম আরিফের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মনিরুজ্জামান, শামীম আহম্মেদ, দেলোয়ার হোসেন, ফাহাদ রহমান, এম এইচ শুভ, রাসেল মিয়া প্রমুখ।

রাজবাড়ী

গতকাল বুধবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি ও রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সাংবাদিক লিটন চক্রবর্তী, এজাজ আহমেদসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য দেন।

এ সময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ মিয়া, সহ-সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় মহিপুর প্রেসক্লাবের আয়োজনে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিল মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর শাখার সম্পাদক মো.সাইদুর রহমান সাইদ, কুয়াকাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হোসাইন আমির, মহিপুর প্রেসক্লাবের দফতর সম্পাদক হাফিজুর রহমান আকাশসহ গণমাধ্যমকর্মীরা।

শ্রীনগর

গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে শ্রীনগর প্রেসক্লাবের সদস্যরাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত উপজেলার কলম সৈনিকবৃন্দ মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, সহ- সভাপতি শাহজাহান খান, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রয়েল, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহাবাৎ, সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজবংশী, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এ সময় আরও উপিস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সদস্য উজ্জ¦ল দত্ত, আরিফুল ইসলাম শ্যামল, অমিত খান, আমিনুল ইসলাম মাসুম, মোহন মোড়ল, নাজমুল খান সুজনবৃন্দসহ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কলম সৈনিকগণ।

কালীগঞ্জ

সকাল ১০ টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করেন জাতীয়, আঞ্চলিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত কালীগঞ্জের সকল সাংবাদিকসহ মানবাধিকার সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সমকালের প্রতিনিধি জামির হোসেন, সরেজমিনের জাকারিয়া হোসেন, কালের কণ্ঠের নয়ন খন্দকার, মাইটিভির মিঠু মালিথা, আরটিভির শিপলু জামান, মানবাধিকার কর্মী শিবুপদ বিশ^াস ও ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্য।

রূপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, দৈনিক নতুন বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ মান্নান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, রাসেল মাহমুদ, ইমদাদুল হক দুলাল, রোবেল মাহমুদ, শাহেল মাহমুদ, এস এম আবু কাউসার, লিখন রাজ, কবি নায়েব আলী প্রমুখ।

কেশবপুর

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনে কেশবপুর পেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার কেশবপুর পেসক্লাব হলে সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেশবপুর পেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আডভোকেট আবুবকর সিদ্দিকী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, উৎপল দে, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, সদস্য দীলিপ মোদক প্রমুখ।

মির্জাগঞ্জে

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালয়ে টানা ৫ ঘণ্টা আটকে রেখে হেনস্থা ও নির্যাতনের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মির্জাগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে বক্তব্য দেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, সহ-সভাপতি মো. ফারুক খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম ও প্রথম আলো প্রতিনিধি মো. জাকির হোসেন।

চট্টগ্রাম

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের পরিচালনা ও সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি শহিদুল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি অনিন্দ্য টিটোসহ চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ।