জীবন কাটে যুদ্ধ করে

করোনা কেড়েছে বহু শিশুর শৈশব। দরিদ্র পরিবারের অনেক শিশুকে দায়িত্ব নিতে হচ্ছে আজ উপার্জনের। এ দলেই পড়েছে পঞ্চম শ্রেণীর ছাত্র বাবু। সে বসবাস করে মা-বাবা বোনের সঙ্গে- ভাড়া বাড়িতে। রোজ ভোর হলেই তাকে এখন সাইকেল নিয়ে ছুটতে হয় নদীর কাছাকাছি কোন এক জঙ্গলে। খালার সঙ্গে জঙ্গল থেকে সংগ্রহ করতে হয় পুদিনা পাতা, হেলেঞ্চা শাক নয়তো ঢেঁকি শাক। তারপর পাড়ায় পাড়ায় ঘুরে সেই শাক বিক্রি করার দায়িত্ব বাবুর ঘাড়েই। রোজগারও হয়। যেমন দিনে ৮০ থেকে ১২০ টাকা। সেই অর্থ তুলে দেয় পরিবারের হাতে। সাইকেলে ঘুরে ক্লান্ত শরীরে আর পড়তে বসা হয় না তার- প্রতিদিনকার এ রুটিনে প্রভাব পড়ছে লেখাপড়ায়। স্কুল বন্ধ থাকায় ন্যূনতম লেখাপড়াও আর হচ্ছে না। করোনা পরিস্থিতির আগে নুন-ভাত খেয়ে দিন ভালোই চলছিল তাদের পরিবারের। তার বাবা আইসক্রিম বিক্রি করে ভালোই আয় করতেন। করোনায় স্কুল-কলেজ বন্ধ হয়ে পড়ায় তার আইসক্রিম বিক্রিও বন্ধ হয়ে গেছে।

শুধু এক বাবু নয়, এরকম বহু বাবু আছে- যাদের কথা বলে শেষ করেও শেষ করা হবে না। জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউতো কাউকে গুরুত্ব দেবে না! সবাই আজ অর্থ সংকটে, এটাই তো স্বাভাবিক- করোনা সবার জীবনকে কমবেশি তছনছ করে দিয়েছে! এ বিষয়ে রাষ্ট্রের নীতিনির্ধারকদের ভাবতে হবে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা

সোমবার, ২৪ মে ২০২১ , ১০ জ্যৈষ্ঠ ১৪২৮ ১১ শাওয়াল ১৪৪২

জীবন কাটে যুদ্ধ করে

করোনা কেড়েছে বহু শিশুর শৈশব। দরিদ্র পরিবারের অনেক শিশুকে দায়িত্ব নিতে হচ্ছে আজ উপার্জনের। এ দলেই পড়েছে পঞ্চম শ্রেণীর ছাত্র বাবু। সে বসবাস করে মা-বাবা বোনের সঙ্গে- ভাড়া বাড়িতে। রোজ ভোর হলেই তাকে এখন সাইকেল নিয়ে ছুটতে হয় নদীর কাছাকাছি কোন এক জঙ্গলে। খালার সঙ্গে জঙ্গল থেকে সংগ্রহ করতে হয় পুদিনা পাতা, হেলেঞ্চা শাক নয়তো ঢেঁকি শাক। তারপর পাড়ায় পাড়ায় ঘুরে সেই শাক বিক্রি করার দায়িত্ব বাবুর ঘাড়েই। রোজগারও হয়। যেমন দিনে ৮০ থেকে ১২০ টাকা। সেই অর্থ তুলে দেয় পরিবারের হাতে। সাইকেলে ঘুরে ক্লান্ত শরীরে আর পড়তে বসা হয় না তার- প্রতিদিনকার এ রুটিনে প্রভাব পড়ছে লেখাপড়ায়। স্কুল বন্ধ থাকায় ন্যূনতম লেখাপড়াও আর হচ্ছে না। করোনা পরিস্থিতির আগে নুন-ভাত খেয়ে দিন ভালোই চলছিল তাদের পরিবারের। তার বাবা আইসক্রিম বিক্রি করে ভালোই আয় করতেন। করোনায় স্কুল-কলেজ বন্ধ হয়ে পড়ায় তার আইসক্রিম বিক্রিও বন্ধ হয়ে গেছে।

শুধু এক বাবু নয়, এরকম বহু বাবু আছে- যাদের কথা বলে শেষ করেও শেষ করা হবে না। জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউতো কাউকে গুরুত্ব দেবে না! সবাই আজ অর্থ সংকটে, এটাই তো স্বাভাবিক- করোনা সবার জীবনকে কমবেশি তছনছ করে দিয়েছে! এ বিষয়ে রাষ্ট্রের নীতিনির্ধারকদের ভাবতে হবে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা