বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় ৩৫ লাখ

ভারতে দৈনিক শনাক্ত ২ লাখের বেশি, মৃত্যু ৪১৫৭

বিশ্বেজুড়ে ভয়াবহ তা-ব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যেই বিশ্বে প্রায় ৩৫ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিভিন্ন দেশে করোনার কারণে মহাবিপর্যয়ও দেখা দেয়।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ২২৬। এর মধ্যে মারা গেছেন ৩৪ লাখ ৯৯ হাজার ৪১৭ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ১৭ হাজার ৬৪৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঘটেছে। তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এবং স্পেন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ১৮৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ২০৮ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৬ হাজার ৪৪২ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৯৮১ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ২২৪ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৩৩২ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৯ হাজার ৫০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫২ লাখ ৪৬ হাজার ২২৮ জন।

তুরস্কে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ৩ হাজার ৩৮৫। এর মধ্যে মারা গেছে ৪৬ হাজার ৬২১ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫০ লাখ ৪৫ হাজার ৫০৮ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ১৭ হাজার ৭৯৫। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ১৯৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪৬ লাখ ৩২ হাজার ৯৫৫।

অপরদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৬৭ হাজার ৩১০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৭ হাজার ৭৩৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৪৩ লাখ ৫ হাজার ৯৭১ জন। এছাড়া ইতালিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৯৭ হাজার ৮৯২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৫ হাজার ৫০১ জন। দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৩৮ লাখ ৪ হাজার ২৪৬ জন।

এদিকে, করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দিক হারানো ভারতে একদিন পরই দৈনিক শনাক্ত ফের ২ লাখের উপরে উঠে এসেছে, মৃত্যু হয়েছে চার হাজারের বেশি রোগীর। গত ২৪ ঘণ্টায় সেখানে দুই লাখ আট হাজার ৯২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় ৪১৫৭ জন রোগীর মৃত্যু হয়েছে।

তার একদিন আগে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১৪ এপ্রিলের পর প্রথমবারের মতো দুই লাখের নিচে নেমেছিল। এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেক্ েঅধিকাংশ দিনই দুই লাখ, তিন লাখ আর কখনো কখনো চার লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। অতি সম্প্রতি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে।

শনাক্ত নতুন রোগীদের নিয়ে ভারতে সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় স্থানে আছে দেশটি। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা ভারতে চলতি মহামারীতে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১১ হাজার ৩৮৮ জনে। কোভিড-১৯ সংক্রমণ ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ায় অনেকে আক্রান্তই পরীক্ষার আওতার বাইরে রয়ে যাচ্ছেন বলে ধারণা পর্যবেক্ষদের। আর বিশেষজ্ঞদের ধারণা দেশটিতে আক্রান্ত প্রকৃত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের পাঁচ থেকে ১০ গুণ বেশি।

image

নয়াদিল্লিতে একটি হাসপাতাল থেকে করোনায় মৃত দুই ব্যক্তির মরদেহ নিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা -এনডিটিভি

আরও খবর
জুনে মুখোমুখি হচ্ছেন বাইডেন-পুতিন
মালির ক্ষমতা সাবেক অভ্যুত্থানকারীর হাতে

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ শাওয়াল ১৪৪২

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় ৩৫ লাখ

ভারতে দৈনিক শনাক্ত ২ লাখের বেশি, মৃত্যু ৪১৫৭

image

নয়াদিল্লিতে একটি হাসপাতাল থেকে করোনায় মৃত দুই ব্যক্তির মরদেহ নিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা -এনডিটিভি

বিশ্বেজুড়ে ভয়াবহ তা-ব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যেই বিশ্বে প্রায় ৩৫ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিভিন্ন দেশে করোনার কারণে মহাবিপর্যয়ও দেখা দেয়।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ২২৬। এর মধ্যে মারা গেছেন ৩৪ লাখ ৯৯ হাজার ৪১৭ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ১৭ হাজার ৬৪৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঘটেছে। তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এবং স্পেন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ১৮৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ২০৮ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৬ হাজার ৪৪২ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৯৮১ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ২২৪ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৩৩২ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৯ হাজার ৫০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫২ লাখ ৪৬ হাজার ২২৮ জন।

তুরস্কে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ৩ হাজার ৩৮৫। এর মধ্যে মারা গেছে ৪৬ হাজার ৬২১ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫০ লাখ ৪৫ হাজার ৫০৮ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ১৭ হাজার ৭৯৫। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ১৯৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪৬ লাখ ৩২ হাজার ৯৫৫।

অপরদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৬৭ হাজার ৩১০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৭ হাজার ৭৩৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৪৩ লাখ ৫ হাজার ৯৭১ জন। এছাড়া ইতালিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৯৭ হাজার ৮৯২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৫ হাজার ৫০১ জন। দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৩৮ লাখ ৪ হাজার ২৪৬ জন।

এদিকে, করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দিক হারানো ভারতে একদিন পরই দৈনিক শনাক্ত ফের ২ লাখের উপরে উঠে এসেছে, মৃত্যু হয়েছে চার হাজারের বেশি রোগীর। গত ২৪ ঘণ্টায় সেখানে দুই লাখ আট হাজার ৯২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় ৪১৫৭ জন রোগীর মৃত্যু হয়েছে।

তার একদিন আগে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১৪ এপ্রিলের পর প্রথমবারের মতো দুই লাখের নিচে নেমেছিল। এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেক্ েঅধিকাংশ দিনই দুই লাখ, তিন লাখ আর কখনো কখনো চার লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। অতি সম্প্রতি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে।

শনাক্ত নতুন রোগীদের নিয়ে ভারতে সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় স্থানে আছে দেশটি। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা ভারতে চলতি মহামারীতে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১১ হাজার ৩৮৮ জনে। কোভিড-১৯ সংক্রমণ ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ায় অনেকে আক্রান্তই পরীক্ষার আওতার বাইরে রয়ে যাচ্ছেন বলে ধারণা পর্যবেক্ষদের। আর বিশেষজ্ঞদের ধারণা দেশটিতে আক্রান্ত প্রকৃত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের পাঁচ থেকে ১০ গুণ বেশি।