ময়মনসিংহে মৃত্যু শনাক্ত বেড়েই চলেছে : ফিল্ড হাসপাতাল জরুরি

মৃত্যু ১৭ শনাক্ত ২৬৩

ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। হাসপাতালে প্রতিদিনই বাড়াতে হচ্ছে শয্যা সংখ্যা। অক্সিজেন সঙ্কট বাড়ছে। তাই এ জেলায় একটি ফিল্ড হাসপাতাল স্থাপন জরুরী হযে পড়েছে বলে মনে করেন বিএমএ’র চিকিৎসক নেতারা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল সোমবার সকাল ৮ পর্যন্ত করোনা পজিটিভ হয়ে ৬ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ১১ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ৮১৬টি নমুনা পরীক্ষায় ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে মৃত ৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ২ জন শেরপুর জেলার ৩ জন ও জামালপুর জেলার ১ জন। এছাড়া করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও মৃত ১১ জনের সবাই এ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার শতকরা ৩২.২৩। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া ময়মনসিংহ অঞ্চলে করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ময়মনসিংহে যে হারে করোনা আক্রান্ত ও মৃত্যুও সংখ্যা বাড়ছে এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে ও সঙ্কুলান হচ্ছে না। সঙ্কট নিরসনে এ জেলায় একটি ফিল্ড হাসপাতাল স্থাপন জরুরী হয়ে পড়েছে।

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ , ২৯ আষাঢ় ১৪২৮ ২ জিলহজ্জ ১৪৪২

ময়মনসিংহে মৃত্যু শনাক্ত বেড়েই চলেছে : ফিল্ড হাসপাতাল জরুরি

মৃত্যু ১৭ শনাক্ত ২৬৩

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। হাসপাতালে প্রতিদিনই বাড়াতে হচ্ছে শয্যা সংখ্যা। অক্সিজেন সঙ্কট বাড়ছে। তাই এ জেলায় একটি ফিল্ড হাসপাতাল স্থাপন জরুরী হযে পড়েছে বলে মনে করেন বিএমএ’র চিকিৎসক নেতারা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল সোমবার সকাল ৮ পর্যন্ত করোনা পজিটিভ হয়ে ৬ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ১১ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ৮১৬টি নমুনা পরীক্ষায় ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে মৃত ৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ২ জন শেরপুর জেলার ৩ জন ও জামালপুর জেলার ১ জন। এছাড়া করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও মৃত ১১ জনের সবাই এ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার শতকরা ৩২.২৩। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া ময়মনসিংহ অঞ্চলে করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ময়মনসিংহে যে হারে করোনা আক্রান্ত ও মৃত্যুও সংখ্যা বাড়ছে এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে ও সঙ্কুলান হচ্ছে না। সঙ্কট নিরসনে এ জেলায় একটি ফিল্ড হাসপাতাল স্থাপন জরুরী হয়ে পড়েছে।