টকশোর আঙ্গিকে হানিফ সংকেতের ‘পাঁচফোড়ন’

প্রতি ঈদেই দেশের মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার জন্য ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ তৈরি করেন। এবারের কুরবানি ঈদের জন্যও অনুষ্ঠানটি তৈরি করেছেন তিনি। নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে টকশোর আঙ্গিকে আলোচনার মাধ্যমে এবারের পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের ৩য় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। এ অনুষ্ঠানে কোরবানির ঈদ নিয়ে মজার মজার আলোচনা হতে থাকবে। আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকবে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন। বিশেষ দিনকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ থাকবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। প্রতিবারের মতো এ পর্বেও দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনয়তারকা মীর সাব্বির ও সাজু খাদেম।

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ , ৩১ আষাঢ় ১৪২৮ ৪ জিলহজ ১৪৪২

টকশোর আঙ্গিকে হানিফ সংকেতের ‘পাঁচফোড়ন’

বিনোদন প্রতিবেদক |

image

প্রতি ঈদেই দেশের মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার জন্য ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ তৈরি করেন। এবারের কুরবানি ঈদের জন্যও অনুষ্ঠানটি তৈরি করেছেন তিনি। নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে টকশোর আঙ্গিকে আলোচনার মাধ্যমে এবারের পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের ৩য় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। এ অনুষ্ঠানে কোরবানির ঈদ নিয়ে মজার মজার আলোচনা হতে থাকবে। আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকবে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন। বিশেষ দিনকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ থাকবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। প্রতিবারের মতো এ পর্বেও দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনয়তারকা মীর সাব্বির ও সাজু খাদেম।