সোনারগাঁয়ে এবারের ইত্যাদি

অনেক বছর ধরেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানে ইত্যাদি ধারণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদির শুটিং বাংলার প্রাচীন রাজধানী ও ইতিহাস-ঐতিহ্যে ঘেরা সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে ইত্যাদি টিমের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে বলা হয়- আগামী মাসে নতুন ইত্যাদির শুটিং হবে। তবে সেটা সোনারগাঁয়ে হবে কিনা শিউর না। নতুন ইত্যাদির শুটিংয়ের জন্য ইত্যাদির টিম কয়েকটি স্থান পরিদর্শন করেছেন, তার মধ্যে একটি স্থান ছিল সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। এটি কোন ভাবে মিডিয়াতে প্রচার হয়ে গেছে যে, আগামী ইত্যাদি সোনারগাঁয়ে।’ জানা গেছে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে স্থান পরিদর্শন করেছেন ইত্যাদির পরিচালক ও সঞ্চালক হানিফ সংকেত। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম প্রমুখ। পরিদর্শন শেষে তারা ফাউন্ডেশনের সভা কক্ষে ইত্যাদির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ , ৫ আশ্বিন ১৪২৮ ১১ সফর ১৪৪৩

সোনারগাঁয়ে এবারের ইত্যাদি

বিনোদন প্রতিবেদক

image

অনেক বছর ধরেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানে ইত্যাদি ধারণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদির শুটিং বাংলার প্রাচীন রাজধানী ও ইতিহাস-ঐতিহ্যে ঘেরা সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে ইত্যাদি টিমের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে বলা হয়- আগামী মাসে নতুন ইত্যাদির শুটিং হবে। তবে সেটা সোনারগাঁয়ে হবে কিনা শিউর না। নতুন ইত্যাদির শুটিংয়ের জন্য ইত্যাদির টিম কয়েকটি স্থান পরিদর্শন করেছেন, তার মধ্যে একটি স্থান ছিল সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। এটি কোন ভাবে মিডিয়াতে প্রচার হয়ে গেছে যে, আগামী ইত্যাদি সোনারগাঁয়ে।’ জানা গেছে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে স্থান পরিদর্শন করেছেন ইত্যাদির পরিচালক ও সঞ্চালক হানিফ সংকেত। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম প্রমুখ। পরিদর্শন শেষে তারা ফাউন্ডেশনের সভা কক্ষে ইত্যাদির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।