‘গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন প্রমি

তামান্না প্রমি, এই প্রজন্মের সঙ্গীতশিল্পী। এরই মধ্যে তার নিজের বেশকিছু মৌলিক গান প্রকাশ হয়েছে। সর্বশেষ ‘হৃদয়ে তোমার ঠিকানা’ নামে তার একটি গান প্রকাশ হয়েছে। এদিকে গেলো ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে একটি মানবাধিকার সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে তামান্না প্রমিকে ‘গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২১’-এ ভূষিত করা হয়। প্রমি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি বাংলাদেশি হিসেবে সবসময়ই গর্ববোধ করি। স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে এ সম্মাননা প্রাপ্তি আমার জন্য বিশাল এক প্রাপ্তি। যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।’ ‘প্রাপ্তি’ নামে তার প্রথম একক অ্যালবাম ২০১৫ সালে প্রকাশিত হয়। নতুন আরো তিনটি মৌলিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছেন তিনি। দুটি গানের সুর করেছেন শান, লিখেছেন আতিউর রহমান বুলবুল। অন্য আরেকটি গানের সুর করেছেন নাভেদ পারভেজ এবং লিখেছেন অনুপ কুমার বিশ^াস।

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ , ৫ আশ্বিন ১৪২৮ ১১ সফর ১৪৪৩

‘গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন প্রমি

বিনোদন প্রতিবেদক

image

তামান্না প্রমি, এই প্রজন্মের সঙ্গীতশিল্পী। এরই মধ্যে তার নিজের বেশকিছু মৌলিক গান প্রকাশ হয়েছে। সর্বশেষ ‘হৃদয়ে তোমার ঠিকানা’ নামে তার একটি গান প্রকাশ হয়েছে। এদিকে গেলো ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে একটি মানবাধিকার সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে তামান্না প্রমিকে ‘গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২১’-এ ভূষিত করা হয়। প্রমি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি বাংলাদেশি হিসেবে সবসময়ই গর্ববোধ করি। স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে এ সম্মাননা প্রাপ্তি আমার জন্য বিশাল এক প্রাপ্তি। যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।’ ‘প্রাপ্তি’ নামে তার প্রথম একক অ্যালবাম ২০১৫ সালে প্রকাশিত হয়। নতুন আরো তিনটি মৌলিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছেন তিনি। দুটি গানের সুর করেছেন শান, লিখেছেন আতিউর রহমান বুলবুল। অন্য আরেকটি গানের সুর করেছেন নাভেদ পারভেজ এবং লিখেছেন অনুপ কুমার বিশ^াস।