রূপগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে থেকে হৃদয় হাসান নামের এক অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ ও অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সকালে উপজেলার পূর্বাচল ৭নং সেক্টর ও ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পূর্বাচলে উদ্ধার হওয়া মরদেহটি ভোলাব ইউনিয়নের দুখাই মিয়ার ছেলে হৃদয়ের। অন্যজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমাউন কবীর মোল্লা জানান, পূর্বাচলের পাঁচবাঘ এলাকার ৭নং সেক্টর এলাকায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা চালককে হত্যার পর অটোরিক্সাটি নিয়ে যায়। মরদেহটির পাশে ধারালো ছুরি পাওয়া গেছে। ওই ছুরিটি দিয়েই অটোরিক্সা চালককে জবাই করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে পাওয়া মরদেহর পরিচয় জানা যায়নি। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শনিবার, ০৯ অক্টোবর ২০২১ , ২৪ আশ্বিন ১৪২৮ ০১ রবিউল আউয়াল ১৪৪৩

রূপগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে থেকে হৃদয় হাসান নামের এক অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ ও অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সকালে উপজেলার পূর্বাচল ৭নং সেক্টর ও ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পূর্বাচলে উদ্ধার হওয়া মরদেহটি ভোলাব ইউনিয়নের দুখাই মিয়ার ছেলে হৃদয়ের। অন্যজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমাউন কবীর মোল্লা জানান, পূর্বাচলের পাঁচবাঘ এলাকার ৭নং সেক্টর এলাকায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা চালককে হত্যার পর অটোরিক্সাটি নিয়ে যায়। মরদেহটির পাশে ধারালো ছুরি পাওয়া গেছে। ওই ছুরিটি দিয়েই অটোরিক্সা চালককে জবাই করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে পাওয়া মরদেহর পরিচয় জানা যায়নি। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।