মোংলায় পাথরবোঝাই কার্গোডুবি, ১০ নাবিক উদ্ধার

মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকার দুবলার চরে পাথরবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ১০ নাবিককে উদ্ধার করে অপর আরেকটি কার্গো জাহাজে তুলে দিয়েছে কোস্ট গার্ড।

শুক্রবার রাত ১০টার দিকে ফেয়ারওয়েল বয়ার দুবলার চরের ডুবোচরে আটকে তলা ফেটে পাথরবোঝাই এমভি বিউটি অব লোহাগড়া-০২ ডুবে যায়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের পশুর নদে চিলা ও কাইনমারীর মাঝামাঝি এলাকায় ডুবোচরে আটকে ডুবে যায় সারবোঝাই কার্গো জাহাজ এমভি দেশবন্ধু।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় থাকা সিঙ্গাপুর পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি সাগর-রতন হতে এক হাজার দুইশ মেট্রিক টন পাথরবোঝাই করে কার্গো জাহাজ এমভি বিউটি অব লোহাগড়া-০২।

তকি জানান, শুক্রবার কার্গোটি বিদেশি জাহাজ থেকে ছেড়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসার পর রাত ১০টার দিকে দুবলারচরে আটকে যায়। সেখানে ডুবোচরে আটকে তলা ফেটে কার্গো জাহাজটি ডুবতে থাকে।

পরে কোস্টগার্ডের দুবলা আউটপোস্ট খবর পেয়ে দুর্ঘটনাকবলিত জাহাজ হতে ১০ নাবিককে উদ্ধার করে। নাবিকদের উদ্ধারের পর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আরেকটি কার্গো জাহাজ এমভি দেশ দিগন্ত’র কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, পাথর এবং সার বোঝাই লাইটার দুটি বন্দরের বর্তমান চ্যানেলের বাইরে ডুবেছে যে কারণে বন্দরে বাণিজ্যিক জাহাজ আগমন বা নির্গমনে কোন সমস্যা হবে না।

রবিবার, ১০ অক্টোবর ২০২১ , ২৫ আশ্বিন ১৪২৮ ০২ রবিউল আউয়াল ১৪৪৩

মোংলায় পাথরবোঝাই কার্গোডুবি, ১০ নাবিক উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, খুলনা

মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকার দুবলার চরে পাথরবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ১০ নাবিককে উদ্ধার করে অপর আরেকটি কার্গো জাহাজে তুলে দিয়েছে কোস্ট গার্ড।

শুক্রবার রাত ১০টার দিকে ফেয়ারওয়েল বয়ার দুবলার চরের ডুবোচরে আটকে তলা ফেটে পাথরবোঝাই এমভি বিউটি অব লোহাগড়া-০২ ডুবে যায়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের পশুর নদে চিলা ও কাইনমারীর মাঝামাঝি এলাকায় ডুবোচরে আটকে ডুবে যায় সারবোঝাই কার্গো জাহাজ এমভি দেশবন্ধু।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় থাকা সিঙ্গাপুর পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি সাগর-রতন হতে এক হাজার দুইশ মেট্রিক টন পাথরবোঝাই করে কার্গো জাহাজ এমভি বিউটি অব লোহাগড়া-০২।

তকি জানান, শুক্রবার কার্গোটি বিদেশি জাহাজ থেকে ছেড়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসার পর রাত ১০টার দিকে দুবলারচরে আটকে যায়। সেখানে ডুবোচরে আটকে তলা ফেটে কার্গো জাহাজটি ডুবতে থাকে।

পরে কোস্টগার্ডের দুবলা আউটপোস্ট খবর পেয়ে দুর্ঘটনাকবলিত জাহাজ হতে ১০ নাবিককে উদ্ধার করে। নাবিকদের উদ্ধারের পর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আরেকটি কার্গো জাহাজ এমভি দেশ দিগন্ত’র কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, পাথর এবং সার বোঝাই লাইটার দুটি বন্দরের বর্তমান চ্যানেলের বাইরে ডুবেছে যে কারণে বন্দরে বাণিজ্যিক জাহাজ আগমন বা নির্গমনে কোন সমস্যা হবে না।