স্বপ্ন স্বপ্নই রইলো বাংলাদেশের

বাংলাদেশ ১ নেপাল ১

ফাইনালে যাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল জামালদের।

৮৭ মিনিটে উজবেক রেফারির পেনাল্টির এক বাঁশিই বাংলাদেশের স্বপ্ন ভেঙে দিল। বক্সের মধ্যে নেপালের ফরোয়ার্ড পড়ে যান। উজবেকিস্তানের রেফারি পেনাল্টি দিয়ে দেন। পাশাপাশি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে দেন হলুদ কার্ড। পেনাল্টি থেকে নেপালের অঞ্জন বিস্টা গোল করলে স্কোরলাইন হয়ে যায় ১-১।

নেপালের বিপক্ষে ম্যাচটা জিততেই হতো সাফের ফাইনালে যাওয়ার জন্য। অন্যদিকে নেপালের প্রয়োজন ছিল শুধু ড্র।

দুই ম্যাচ পর একাদশে ফেরা ফরোয়ার্ড সুমন রেজার গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। টুর্নামেন্টের আগের দুই গোলের মতোই গতকালের গোলটিও এসেছে ডেডবল থেকে। কিন্তু শেষ মুহূর্তে এসে ভুল করে বসলো লাল সবুজের প্রতিনিধিরা। বিপজ্জনক জায়গায় নেপালের এক ফুটবলারকে ফেলে দিলেন ডিফেন্ডার সাদউদ্দিন। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতেই সব শেষ।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। লীগপর্বে নিজেদের শেষ ম্যাচে গোলটি করেন সাত নম্বর জার্সিধারী সুমন রেজা। ডি বক্সের বাঁ দিক থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিক প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে আসে সুমন রেজার সামনে। খালি জায়গায় থাকা ফরোয়ার্ড সুমন নিখুঁত হেডারে জালের ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি।

এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বাকি সময় বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। বিশেষ করে আরও দুই কর্নার থেকে। সেই দুই কর্নারে নেপালের গোলবারে ভীতিকর কিছু করতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ ভালো খেললেও নেপালের ফ্রিকিকের সময় বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো রেড কার্ডের শিকার হয়। ম্যাচের ৮৬ মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের বিতর্কিত হলুদ কার্ডের ফলে পেনাল্টি পায় নেপাল। ফলশ্রুতিতে ৮৮ মিনিটে অঞ্জন বিস্তা নেপালকে সমতায় ফেরায়। গোল হজমের পর ১০ জনের বাংলাদেশ দল কোনরকম ঝামেলা সৃষ্টি করতে পারেনি। বরং নেপাল কাউন্টারে দুইবার বাংলাদেশের জালে বল গড়াতে ভুল করে। অতএব শেষে ম্যাচ সমতায় শেষ করায় বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ যাত্রা এখানেই শেয় হলো।

এই জয়ে ৪ ম্যাচে ২ জয় আর ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল। ৪ ম্যাচে এক জয়, ২ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ। অথচ এই একটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশেরও সুযোগ ছিল গ্রুপের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করার।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, সাদ উদ্দিন ও সুমন রেজা।

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ , ২৯ আশ্বিন ১৪২৮ ০৬ রবিউল আউয়াল ১৪৪৩

স্বপ্ন স্বপ্নই রইলো বাংলাদেশের

বাংলাদেশ ১ নেপাল ১

ক্রীড়া বার্তা পরিবেশক

image

ফাইনালে যাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল জামালদের।

৮৭ মিনিটে উজবেক রেফারির পেনাল্টির এক বাঁশিই বাংলাদেশের স্বপ্ন ভেঙে দিল। বক্সের মধ্যে নেপালের ফরোয়ার্ড পড়ে যান। উজবেকিস্তানের রেফারি পেনাল্টি দিয়ে দেন। পাশাপাশি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে দেন হলুদ কার্ড। পেনাল্টি থেকে নেপালের অঞ্জন বিস্টা গোল করলে স্কোরলাইন হয়ে যায় ১-১।

নেপালের বিপক্ষে ম্যাচটা জিততেই হতো সাফের ফাইনালে যাওয়ার জন্য। অন্যদিকে নেপালের প্রয়োজন ছিল শুধু ড্র।

দুই ম্যাচ পর একাদশে ফেরা ফরোয়ার্ড সুমন রেজার গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। টুর্নামেন্টের আগের দুই গোলের মতোই গতকালের গোলটিও এসেছে ডেডবল থেকে। কিন্তু শেষ মুহূর্তে এসে ভুল করে বসলো লাল সবুজের প্রতিনিধিরা। বিপজ্জনক জায়গায় নেপালের এক ফুটবলারকে ফেলে দিলেন ডিফেন্ডার সাদউদ্দিন। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতেই সব শেষ।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। লীগপর্বে নিজেদের শেষ ম্যাচে গোলটি করেন সাত নম্বর জার্সিধারী সুমন রেজা। ডি বক্সের বাঁ দিক থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিক প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে আসে সুমন রেজার সামনে। খালি জায়গায় থাকা ফরোয়ার্ড সুমন নিখুঁত হেডারে জালের ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি।

এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বাকি সময় বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। বিশেষ করে আরও দুই কর্নার থেকে। সেই দুই কর্নারে নেপালের গোলবারে ভীতিকর কিছু করতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ ভালো খেললেও নেপালের ফ্রিকিকের সময় বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো রেড কার্ডের শিকার হয়। ম্যাচের ৮৬ মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের বিতর্কিত হলুদ কার্ডের ফলে পেনাল্টি পায় নেপাল। ফলশ্রুতিতে ৮৮ মিনিটে অঞ্জন বিস্তা নেপালকে সমতায় ফেরায়। গোল হজমের পর ১০ জনের বাংলাদেশ দল কোনরকম ঝামেলা সৃষ্টি করতে পারেনি। বরং নেপাল কাউন্টারে দুইবার বাংলাদেশের জালে বল গড়াতে ভুল করে। অতএব শেষে ম্যাচ সমতায় শেষ করায় বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ যাত্রা এখানেই শেয় হলো।

এই জয়ে ৪ ম্যাচে ২ জয় আর ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল। ৪ ম্যাচে এক জয়, ২ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ। অথচ এই একটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশেরও সুযোগ ছিল গ্রুপের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করার।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, সাদ উদ্দিন ও সুমন রেজা।