টি-২০র বিশ্ব পেল নতুন চ্যাম্পিয়ন

ওয়ানডে বিশ্বকাপে দাপট দেখিয়ে পাঁচ-পাঁচবার খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু টি-২০ বিশ্বকাপ এতদিন অধরাই থেকে গিয়েছিল শক্তিশালী অজিদের। এবার অধরা খেতাব জিতে নিলেন অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নাররা। এর আগে ২০১০ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেবার ইংল্যান্ডের কাছে হার মানতে হয়েছিল। এবার আর কোন ভুলচুক হয়নি।

এবারের বিশ্বকাপের বল গড়ানোর আগে অস্ট্রেলিয়াকে অনেকেই ফেবারিট ধরেননি। কিন্তু মাঠে নামলেই যে ‘ব্যাগি গ্রিনরা অন্যভাবে ধরা দেন। সেটাই দেখা গেল আরব আমিরাতে। টুর্নামেন্ট যত এগোল, ততই যেন গিয়ার বদলালো অস্ট্রেলিয়া। যে পাকিস্তান টুর্নামেন্টে ছুটছিল প্রথম থেকেই, তাদের মাটি ধরিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। আর ফাইনালে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডকে মাটি ধরালো। ৮ উইকেটে জিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টি-২০র বিশ্ব খুঁজে পেল নতুন চ্যাম্পিয়ন। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও কিউয়িদের দাঁড়াতে না দিয়ে কাপ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ১৭২/৪ (উইলিয়ামসন ৮৫, হ্যাজেলউড ৩/১৬)।

অস্ট্রেলিয়া : ১৭৩/২ (ওয়ার্নার ৫৩, মার্শ ৭৭*, ট্রেন্ট বোল্ড ২/১৮)।

ম্যাচ সেরা : মিচেল মার্শ।

টুর্নামেন্ট সেরা : ডেভিড ওয়ার্নার।

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ , ৩১ কার্তিক ১৪২৮ ১০ রবিউস সানি ১৪৪৩

টি-২০র বিশ্ব পেল নতুন চ্যাম্পিয়ন

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

ওয়ানডে বিশ্বকাপে দাপট দেখিয়ে পাঁচ-পাঁচবার খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু টি-২০ বিশ্বকাপ এতদিন অধরাই থেকে গিয়েছিল শক্তিশালী অজিদের। এবার অধরা খেতাব জিতে নিলেন অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নাররা। এর আগে ২০১০ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেবার ইংল্যান্ডের কাছে হার মানতে হয়েছিল। এবার আর কোন ভুলচুক হয়নি।

এবারের বিশ্বকাপের বল গড়ানোর আগে অস্ট্রেলিয়াকে অনেকেই ফেবারিট ধরেননি। কিন্তু মাঠে নামলেই যে ‘ব্যাগি গ্রিনরা অন্যভাবে ধরা দেন। সেটাই দেখা গেল আরব আমিরাতে। টুর্নামেন্ট যত এগোল, ততই যেন গিয়ার বদলালো অস্ট্রেলিয়া। যে পাকিস্তান টুর্নামেন্টে ছুটছিল প্রথম থেকেই, তাদের মাটি ধরিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। আর ফাইনালে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডকে মাটি ধরালো। ৮ উইকেটে জিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টি-২০র বিশ্ব খুঁজে পেল নতুন চ্যাম্পিয়ন। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও কিউয়িদের দাঁড়াতে না দিয়ে কাপ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ১৭২/৪ (উইলিয়ামসন ৮৫, হ্যাজেলউড ৩/১৬)।

অস্ট্রেলিয়া : ১৭৩/২ (ওয়ার্নার ৫৩, মার্শ ৭৭*, ট্রেন্ট বোল্ড ২/১৮)।

ম্যাচ সেরা : মিচেল মার্শ।

টুর্নামেন্ট সেরা : ডেভিড ওয়ার্নার।