চম্পার কণ্ঠে ‘মোদের গরব মোদের আশা’

অতুল প্রসাদ সেনের লেখা ও সুর করা ভাষা নিয়ে বিখ্যাত গান ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ গানটি সিনেমার জন্য গাইলেন নন্দিত সংগীতশিল্পী চম্পা বণিক। চিত্রনায়িকা অরুনা বিশ^াসের সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’র জন্য এই গানটির সংগীতায়োজন করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এরইমধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক। চম্পা বলেন, “এর আগেও সিনেমাতে গান গেয়েছি। তবে আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে এবারই প্রথম সরকারি অনুদানের সিনেমায় গান গাইলাম। ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ গানটি মনের ভেতর এতটা শিহরণ জাগায় তা আসলে ভাষায় প্রকাশের নয়। দেবেন্দ্র দাদা চমৎকার সংগীতায়োজন করেছেন। একজন শিল্পী হিসেবে এই গানের সঙ্গে সম্পৃক্ততা আমাকে মুগ্ধ ও গর্বিতও করছে।’ চম্পা জানান এই গানে তার সহশিল্পী হিসেবে আছেন সবুমনা বর্দ্ধন ও রাজীব। এরইমধ্যে অন্যান্য শিল্পীর মতো চম্পাও স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠেছেন। গতকাল তিনি রাজধানীর কোর্ট কাচারিতে একটি শো’তে সংগীত পরিবেশন করেন। আজ চ্যানেল টোয়েন্টি ফোর-এ সংগীতবিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া আগামীকাল তিনি ডাক্তারদের আয়োজিত একটি শো’তে অংশ নিবেন।

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ , ৩ অগ্রহায়ণ ১৪২৮ ১২ রবিউস সানি ১৪৪৩

চম্পার কণ্ঠে ‘মোদের গরব মোদের আশা’

বিনোদন প্রতিবেদক

image

অতুল প্রসাদ সেনের লেখা ও সুর করা ভাষা নিয়ে বিখ্যাত গান ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ গানটি সিনেমার জন্য গাইলেন নন্দিত সংগীতশিল্পী চম্পা বণিক। চিত্রনায়িকা অরুনা বিশ^াসের সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’র জন্য এই গানটির সংগীতায়োজন করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এরইমধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক। চম্পা বলেন, “এর আগেও সিনেমাতে গান গেয়েছি। তবে আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে এবারই প্রথম সরকারি অনুদানের সিনেমায় গান গাইলাম। ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ গানটি মনের ভেতর এতটা শিহরণ জাগায় তা আসলে ভাষায় প্রকাশের নয়। দেবেন্দ্র দাদা চমৎকার সংগীতায়োজন করেছেন। একজন শিল্পী হিসেবে এই গানের সঙ্গে সম্পৃক্ততা আমাকে মুগ্ধ ও গর্বিতও করছে।’ চম্পা জানান এই গানে তার সহশিল্পী হিসেবে আছেন সবুমনা বর্দ্ধন ও রাজীব। এরইমধ্যে অন্যান্য শিল্পীর মতো চম্পাও স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠেছেন। গতকাল তিনি রাজধানীর কোর্ট কাচারিতে একটি শো’তে সংগীত পরিবেশন করেন। আজ চ্যানেল টোয়েন্টি ফোর-এ সংগীতবিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া আগামীকাল তিনি ডাক্তারদের আয়োজিত একটি শো’তে অংশ নিবেন।