দোহারে নির্বাচনী উঠান বৈঠকে হামলা আহত ১

ঢাকার দোহার উপজেলায় বিলাশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রাশেদ চোকদারের নির্বাচনী উঠান বৈঠকে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শহিদ মিয়া নামে এক কর্মী-সমর্থক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত শহিদ মিয়া রাধাঁনগর গ্রামের ছেলে। আহত শহিদ মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধাঁনগর ৫নং ওয়ার্ডের আব্দুল করিম খানের বাড়িতে চেয়ারম্যান প্রার্থী রাশেদ চোকদারের নির্বাচনী উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধাঁনগর ৫নং ওয়ার্ডে আব্দুল করিম খানের বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করেন চেয়ারম্যান প্রার্থী রাশেদ চোকদারের সমর্থকরা। সেখানে হঠাৎ দেশিয় লাঠিসোটা নিয়ে উঠান বৈঠক চলাকালীন সময় আতা খানের নের্তৃতে ১০-১৫ জনের একটি দল উঠানবৈঠকে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে রাশেদ চোকদারের কর্মী-সমর্থক শহিদকে রক্তক্ত জখম করে ও উঠান বৈঠক বানচাল করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় দোহার থানায় কমলা বেগম বাদী হয়ে ১০-১৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

দোহারে নির্বাচনী উঠান বৈঠকে হামলা আহত ১

প্রতিনিধি, নবাবগঞ্জ(ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় বিলাশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রাশেদ চোকদারের নির্বাচনী উঠান বৈঠকে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শহিদ মিয়া নামে এক কর্মী-সমর্থক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত শহিদ মিয়া রাধাঁনগর গ্রামের ছেলে। আহত শহিদ মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধাঁনগর ৫নং ওয়ার্ডের আব্দুল করিম খানের বাড়িতে চেয়ারম্যান প্রার্থী রাশেদ চোকদারের নির্বাচনী উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধাঁনগর ৫নং ওয়ার্ডে আব্দুল করিম খানের বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করেন চেয়ারম্যান প্রার্থী রাশেদ চোকদারের সমর্থকরা। সেখানে হঠাৎ দেশিয় লাঠিসোটা নিয়ে উঠান বৈঠক চলাকালীন সময় আতা খানের নের্তৃতে ১০-১৫ জনের একটি দল উঠানবৈঠকে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে রাশেদ চোকদারের কর্মী-সমর্থক শহিদকে রক্তক্ত জখম করে ও উঠান বৈঠক বানচাল করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় দোহার থানায় কমলা বেগম বাদী হয়ে ১০-১৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।