রিয়ালের অবস্থান সুসংহত

রিয়াল মাদ্রিদ দারুনভাবে ঘুরে দাড়িয়ে সেভিয়াকে ২-১ গোলে পরাজিত করে রোববার রাতে স্পেনিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। তরুন উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়ার ম্যাচের শেষ দিকে চমৎকার এক গোল করে স্বাগতিকদের পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দেন। সেভিয়ার কোচ জানতেন ভিনিসিয়ুস খুবই বিপহজ্জনক একজন খেলোয়াড়। তাই তাকে বিশেষভাবে নজরে রাখার নির্দেশ দেন খেলোয়াড়দের। কিন্তু ভিনিসিয়ুস ঠিকই শেষষ সময়ে কাজের কাজটি করে দিয়ে জিতিয়েছেন রিয়ালকে।

অথচ এ ম্যাচে রাফা মির প্রথম গোল করে লিড পাইয়ে দিয়েছিলেন সেভিয়াকেই। সেভিয়ার গোলরক্ষক বোনোর ভুলে সমতা ফেরান করিম বেনজামা এবং ভিনিসিয়ুস গোল করে দলকে এনে দেন দারুন জয়। রিয়াল মাদ্রিদ ১৪ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান সংখ্যক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২৯ পয়েন্ট। সেভিয়া ১৫ ম্যাচ খেলেছে সংগ্রহ করেছে ২৮ পয়েন্ট। আক্রমণভাগে রড্রিগো গোয়েসের বদলে মার্কো অ্যাসেনসিও সুযোগ পান। হাটুতে সমস্যা থাকা সত্ত্বেও ডিফেন্ডার ডেভিড অ্যালাবাকেই খেলান কোচ। শুরুর দিকে রিয়াল ছিল খুবই সøথ। খেলোয়াড়দের খেলা দেখে মনে হয়েছে তারা সবাই ক্লান্ত। ১২ মিনিটে সে সুযোগ ভালভাবেই কাজে লাগান রাফা মির। কর্নার কিকের সময়ে একেবারে ফাকায় থাকা মির হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর গোলরক্ষক থিবো কর্তোয়া বাচিয়ে দেন রাফা মিরের শট, তা নাহলে সফরকারীরা এগিয়ে যেতো ২-০ গোলে।

অপর দিকে ভিনিসিয়ুসের শট বাচিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক বোনো। কিন্তু তারপরেও প্রাধান্য ছিল সেভিয়ারই। এর মধ্যে লুকাস ওক্যাম্পোসের শট ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় সেভিয়া। তবে সৌভাগ্যবশত সমতায় ফেরে স্বাগতিকরা। এডার মিলিটাওয়ের শট ঠিকমতো নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হন বোনো। সেটি পেয়ে ৩২ মিনিটে সমতা ফেরান বেনজামা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফেডে ভালভার্দে, এডুয়ার্ডো কামাভিঙ্গা এবং লুকা মড্রিচকে মাঠে নামালে খেলায় দারুনভাবে ফিরে রিয়াল মাদ্রিদ। এ অর্ধে তারা প্রাধান্য বিস্তার করতে সমর্থ হয়। যদিও জয়সূচক গোলের জন্য তাদের চেষ্টা অব্যাহত রাখতে হয় ৮৭ মিনিট পর্যন্ত। ভিনিসিয়ুসের জাদুকরী এক গোল উৎসবে মাতায় রিয়ালকে।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

রিয়ালের অবস্থান সুসংহত

সংবাদ স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ দারুনভাবে ঘুরে দাড়িয়ে সেভিয়াকে ২-১ গোলে পরাজিত করে রোববার রাতে স্পেনিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। তরুন উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়ার ম্যাচের শেষ দিকে চমৎকার এক গোল করে স্বাগতিকদের পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দেন। সেভিয়ার কোচ জানতেন ভিনিসিয়ুস খুবই বিপহজ্জনক একজন খেলোয়াড়। তাই তাকে বিশেষভাবে নজরে রাখার নির্দেশ দেন খেলোয়াড়দের। কিন্তু ভিনিসিয়ুস ঠিকই শেষষ সময়ে কাজের কাজটি করে দিয়ে জিতিয়েছেন রিয়ালকে।

অথচ এ ম্যাচে রাফা মির প্রথম গোল করে লিড পাইয়ে দিয়েছিলেন সেভিয়াকেই। সেভিয়ার গোলরক্ষক বোনোর ভুলে সমতা ফেরান করিম বেনজামা এবং ভিনিসিয়ুস গোল করে দলকে এনে দেন দারুন জয়। রিয়াল মাদ্রিদ ১৪ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান সংখ্যক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২৯ পয়েন্ট। সেভিয়া ১৫ ম্যাচ খেলেছে সংগ্রহ করেছে ২৮ পয়েন্ট। আক্রমণভাগে রড্রিগো গোয়েসের বদলে মার্কো অ্যাসেনসিও সুযোগ পান। হাটুতে সমস্যা থাকা সত্ত্বেও ডিফেন্ডার ডেভিড অ্যালাবাকেই খেলান কোচ। শুরুর দিকে রিয়াল ছিল খুবই সøথ। খেলোয়াড়দের খেলা দেখে মনে হয়েছে তারা সবাই ক্লান্ত। ১২ মিনিটে সে সুযোগ ভালভাবেই কাজে লাগান রাফা মির। কর্নার কিকের সময়ে একেবারে ফাকায় থাকা মির হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর গোলরক্ষক থিবো কর্তোয়া বাচিয়ে দেন রাফা মিরের শট, তা নাহলে সফরকারীরা এগিয়ে যেতো ২-০ গোলে।

অপর দিকে ভিনিসিয়ুসের শট বাচিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক বোনো। কিন্তু তারপরেও প্রাধান্য ছিল সেভিয়ারই। এর মধ্যে লুকাস ওক্যাম্পোসের শট ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় সেভিয়া। তবে সৌভাগ্যবশত সমতায় ফেরে স্বাগতিকরা। এডার মিলিটাওয়ের শট ঠিকমতো নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হন বোনো। সেটি পেয়ে ৩২ মিনিটে সমতা ফেরান বেনজামা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফেডে ভালভার্দে, এডুয়ার্ডো কামাভিঙ্গা এবং লুকা মড্রিচকে মাঠে নামালে খেলায় দারুনভাবে ফিরে রিয়াল মাদ্রিদ। এ অর্ধে তারা প্রাধান্য বিস্তার করতে সমর্থ হয়। যদিও জয়সূচক গোলের জন্য তাদের চেষ্টা অব্যাহত রাখতে হয় ৮৭ মিনিট পর্যন্ত। ভিনিসিয়ুসের জাদুকরী এক গোল উৎসবে মাতায় রিয়ালকে।